নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার খস জনজাতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের প্রত্যন্ত এলাকা কাঞ্জালিবস্তি এসপি প্রাইমারী স্কুলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে সহযোগিতা করেন আলিপুরদুয়ার নেচার ক্লাবের কর্মীরা।
এদিন ১১জন মহিলা সহ মোট ৯৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগ্রহীত রক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা সংগ্রহ করেন।
আরও পড়ুনঃ রাধাকে মননে রেখে ভাস্বতী দত্তের একক নিবেদন ‘শ্রীমতি চলে’
উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত ও খস জনজাতি সংঘের তরফে অমরিত ছেত্রী সহ বিশিষ্ঠ জনেরা। এই বিষয়ে খস জনজাতি সংঘের আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য মন বাহাদুর ছেত্রী বলেন, এই প্রথম দূর্গম এলাকায় খস জনজাতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মূলত জেলায় রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584