নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
শিক্ষকের চাকরি থেকে অবসরের দিনে রক্তদান শিবির করে ব্যতিক্রমী আয়োজন করল মালদহের একটি স্কুল কর্তৃপক্ষ। “দি এশিয়ান গ্রুপ” অক্রুরমনি করোনেশন ইনস্টিটিউশন মালদহের ছাত্রদের নিয়ে তৈরি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত এদের উদ্যোগেই এই রক্তদান শিবির হয়েছে।
আজ ছিল শিক্ষক মোঃ নাজিমুল ইসলাম মহাশয়ের চাকরি জীবনের শেষ দিন। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই রক্তদান শিবির করেছিল। শিবিরে ২২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবীরা
শিবিরে উপস্থিত ছিলেন দি এশিয়ান গ্রুপের সম্পাদক তমাল কৃষ্ণ বণিক, অক্রুরমনি করোনেশন ইনস্টিটিউশনের শিক্ষক আশীষ বসাক, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদহ জেলা শাখার রক্তদান শিবিরে আহ্বায়ক অনিল কুমার সাহা, ট্রাফিক পুলিশ ও সি ইংলিশবাজার তরুণ সাহা সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584