বহরমপুরে এবিটিএ-এর উদ্যোগে রক্তদান শিবির

0
112

শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের সাহায্যে প্রথম স্বেচ্ছায় শুরু হয় রক্তদান শিবির। এই অতিমারী পরিস্থিতিতে বেড়ে চলেছে রক্তের চাহিদা। রক্তদানে এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা।

Blood donation
রক্তদান। নিজস্ব চিত্র

আজ রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে সেই রকম একটি রক্তদান শিবিরের আয়োজন করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটি। তাদের এই শিবিরটি প্রয়াত শিক্ষক পঞ্চানন মন্ডলের নামে উৎসর্গিত করা হয়।

Julfikar Ali
এবিটিএ-এর জেলা সভাপতি জুলফিকার আলী

এই শিবিরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের ৮০ জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন। শিবিরটি অনুষ্ঠিত হয় বহরমপুরে স্টুডেন্ট হেলথ হোম। শিবিরের উদ্বোধন করেন ‘এবিটিএ’ এর বহরমপুরে মহকুমা সম্পাদক গৌতম ব্যানার্জী। উপস্থিত ছিলেন জেলা সভাপতি জুলফিকার আলী ও মুর্শিদাবাদ লোকসভার প্রাক্তন সাংসদ বদুরদজ্জা খান।

badaruddoza khan
মুর্শিদাবাদ লোকসভার প্ৰাক্তন সাংসদ বদরুদোজা খান

আরও পড়ুনঃ শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত জলঙ্গীর ফরিদপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক

আয়োজকরা জানান, মানুষের রক্তের চাহিদা মেটাতে প্রতি বছর শিবিরের আয়োজন করে থাকে এবিটিএ। তারা আরো জানান এই অতিমারী পরিস্থিতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তারা চালু করেছেন অনলাইন শিক্ষা ও সুনীতি বিশ্বাস পাঠাগার। পাশাপাশি গঙ্গা ভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সর্বদা এগিয়ে যায় এই সংগঠন।

তারা জানান, সামাজিক কর্তব্য হিসাবে প্রতিবছর রক্তদান শিবির করতে তারা অঙ্গীকার বদ্ধ। সমাজের সকল স্তরের মানুষকে এই মহৎ দানে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here