নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
দুই সদস্যের জন্মদিনকে সামনে রেখে পবিত্র রমজান মাসে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের দিশারী ফাউন্ডেশন।সংস্থার দুই সদস্য অঞ্জন ঘোষ ও সুরজিৎ রাউৎ রায়-এর জন্মদিন উপলক্ষে রবিবার মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার শরৎ সংঘ ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরের চার জন মহিলা সহ মোট চুয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে দিশারীর পক্ষ থেকে স্বাগত জানান শেখ ইসমাইল সহ অন্যান্যরা। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দিশারী ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী ইঞ্জিনিয়ার শান্তনু দে, শিক্ষক অনিন্দ্য মন্ডল, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, শিক্ষক স্নেহাশিস চৌধুরী, শিক্ষক মণিকাঞ্চন রায় প্রমুখ।
আরও পড়ুনঃ সরকারি আশ্বাসই সার, অধরা সমাধান; মোথাবাড়ির বাঙ্গীটোলা গ্রামে অমিল আর্সেনিক মুক্ত পানীয় জল
রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শিবির আয়োজনে সহযোগিতা করেন শরৎ সংঘের কর্মকতা ও সদস্যগণ। এদিন উপস্থিত সকলে অঞ্জন ঘোষ ও সুরজিৎ রাউৎকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584