লালগোলায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘নব আশ্রয়’-এর উদ্যোগে রক্তদান শিবির

0
100

শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ

লালগোলা ব্লকের অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংস্থা “নব আশ্রয়” এর উদ্যোগে ২৯ শে সেপ্টেম্বর, বুধবার কৃষ্ণপুর আরশিনগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় নব আশ্রয় -এর নিজস্ব অফিসে।

Naba Ashray
নব আশ্রয়-এর নিজস্ব অফিস। নিজস্ব চিত্র

নব আশ্রয় গোটা লালগোলাবাসীর বিভিন্ন সামাজিক স্বার্থে দিনরাত এক করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেদের জড়িয়ে রেখেছেন। এই সংস্থার উদ্যোগে প্রতিদিন দু-বেলা রান্না হয়। যে খাবার তুলে দেওয়া হয় লালগোলা ব্লকে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভবঘুরেদের হাতে।

Blood Donation
রক্তদান। নিজস্ব চিত্র

এছাড়াও দুঃস্থ, অভাবী মানুষদের সেবায় চালু করেছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। নব আশ্রয় সংস্থার কর্ণধার মাইনুল হক সাহেব সবচেয়ে যে মহৎ কাজটি করেন তা হল, বিভিন্ন নিখোঁজ, ভবঘুরে মানসিক গ্রস্থ মানুষদের চিকিৎসা করিয়ে, পরিচয় পত্র শনাক্তকরণ করে তুলে দেন তাদের পরিবারের হাতে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় ভুয়ো ভিজিল্যান্স অফিসার আটক মুর্শিদাবাদে

Blood donation camp
রক্তদাতাদের স্মারকলিপি দিয়ে সম্মানিত করা হচ্ছে। নিজস্ব চিত্র

আমরা জানি বর্তমান পরিস্থিতিতে জেলার প্রতিটি ব্ল্যাড ব্যাংকে রক্তের হাহাকার। সেই হাহাকার কিছুটা হলেও মেটাতে এই সংস্থা তাদের ক্ষুদ্র প্রয়াসে এই রক্তদান শিবিরের আয়োজন করে। এখানে প্রায় ৫০ জনের অধিক রক্তদাতা অংশগ্রহণ করেন। প্রত্যেক রক্তদাতাকে রক্তদান শেষে উপহার হিসেবে ‘নব আশ্রয়’ নামাঙ্কিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here