কবির হোসেন, মুর্শিদাবাদঃ
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে শনিবার সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রামের বনোয়ারীবাদ প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি তপন সামন্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি সমস্ত রক্তদাতা, যারা আজ স্বেচ্ছায় রক্ত দান করলেন তাদের অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, “রক্তদানের মাধ্যমে সমাজের ভেদাভেদ দূর হয়। যার রক্তের প্রয়োজন হয়, তিনি কিন্তু কখনোই বিচার করেন না যে সেই রক্ত উচ্চবর্ণের নাকি নিম্নবর্ণের, হিন্দুর না মুসলমানের। এখানেই রক্তদানের মহত্ব।”
শিবিরে মোট ৩৭ জন রক্তদান করেছেন। যার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন সদ্য ১৮ তে পা দেওয়া সঞ্জয়। সঞ্জয় স্থানীয় রাজবাড়ির অনাথ আশ্রমের একজন আবাসিক। রক্তদান কেন করলেন, প্রশ্নের উত্তরে সঞ্জয় জানালেন, “কিছুদিন আগে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের অনাথ আশ্রমে একটি কুসংস্কার বিরোধী এবং হাতে কলমে বিজ্ঞান শিক্ষার একটি অনুষ্ঠান করে, যেটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। তাই আমিও চাই মানুষের জন্য কিছু করতে।”
রক্ত দিলেন অনাথ আশ্রমের সম্পাদকও। সালার, তালিবপুর, আলিপুর, খারেরা, দক্ষিণখন্ড এবং আরও দূরদূরান্ত থেকে রক্তদাতারা এসে রক্তদান করেছেন এইদিন। তালিবপুরের জনারুল আনসারি, পেশায় টোটো চালক, পোস্টার দেখেই চলে আসেন রক্ত দিতে। কিন্তু ওজনে ঘাটতি থাকায় তার আর রক্ত দেওয়া হল না। রক্ত দিতে এসেছিলেন তাপস কুমার দত্ত যার দুটো চোখ সম্পূর্ণ অকেজো, দৃষ্টিহীন তিনি। এসেছিলেন বন্ধুর সাহায্য নিয়ে কিন্তু শারীরিক সমস্যার জন্য তাকে রক্ত দান থেকে বিরত করা হয়। কিন্তু তিনি জেদ ধরেন রক্ত আজ নিতেই হবে। বিজ্ঞানকর্মীদের অনেক বোঝানোর পর শেষে ভারাক্রান্ত মন নিয়ে ফিরতে হল তাপস দত্তকে। এইরকম অনেককেই আজ রক্ত না দিয়েই ফিরতে হয়েছে তাদের ভ্যাকসিন নেওয়ার ১৫ দিন হয়নি বলে।
আরও পড়ুনঃ ‘সালার দুই নং রেলগেট বাঁচাও’ কমিটির সঙ্গে আলোচনায় কাটোয়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট
রক্তদানের সঙ্গে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রাখা হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। গত ৫ই জুলাই পরিবেশ দিবস উপলক্ষ্যে যে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতার স্থানাধিকারিদের পুরস্কৃত করে সালার প্রস্তুতি বিজ্ঞান কেন্দ্র। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অনেক বিশিষ্ট মানুষও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584