উমার ফারুক,মালদা:ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্তের প্রয়োজন তাই রক্তের যোগান দিতে রক্ত দান শিবিরের আয়োজন করে কালিয়াচক-১ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।এদিন কালিয়াচক টাউন লাইব্রেরি ময়দানে এই রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়।প্রায় দেড়শো ইউনিট রক্ত সংগ্রহ করা হয় উক্ত শিবির থেকে বলে জানা গেছে।
শিবিরের প্রধান আয়োজক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের দুই কার্য্যকরি সভাপতি আবদুল লাহিল মামুন ও এটিএম রফিকুল হাসান জানান-মুমূর্ষু রোগী কে যথা সময়ে রক্ত সরবরাহের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন।
রক্ত দাতাদের উৎসাহ প্রদান করতে এদিন উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য নিয়োগ কর্তা তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ডাঃমোয়াজ্জেম, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৈয়দ শাজাহান সিরাজ,ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মোঃ ওবায়দুল্লাহ চিশতী, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন,জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় সহ অন্যান্য নেতৃত্ব।
ডাঃ মোয়াজ্জেম হোসেন জানান-মালদা ব্লাড ব্যাঙ্কে প্রচুর রক্তের চাহিদা রয়েছে।বিরল গ্রূপের রক্তের জন্য আলাদা রেজিস্টার ও ভান্ডার গড়ে তোলার জন্য স্বাস্থ্য দপ্তরে অনুরোধ করবেন বলে ও তিনি জানান।শিবিরে রক্ত দান করেন জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন ও শিক্ষক নেতা আবু তালেব,জয় পাঠক।এছাড়াও রক্ত দান করেন কালিয়াচক-১ব্লক তৃণমূল নেতা আশরাফুল বিশ্বাস, ইংলিসবাজার ব্লক সভাপতি শেখ আজিমুদ্দিন,পুরাতন মালদা(গ্রামীণ) ব্লক সভাপতি হাসান আলী,মানিকচক ব্লক সভাপতি আরশাদ হোসেন, রতুয়া-২ব্লক সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।মোশারফ হোসেন জানান-সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রক্ত দান করেন।
উক্ত শিবির কে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা করেন কালিয়াচক-১ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সফিউল চৌধুরী ও কার্যকরী সভাপতি জাকির হোসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584