সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বছরের প্রতিটি দিনই রক্ত সমস্যায় থাকতে হয় দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন সহ সুন্দরবন লাগোয়া বাসিন্দাদের।পরিবর্তনের পর স্বাস্থ্যর হালহাকিকত বদলালেও।আজও স্বাস্থ্য পরিসেবার যানবাহন থেকে পিছিয়ে মগরাহাট দু’নম্বর ব্লকের নৈনান অঞ্চলের মানুষ।একদিকে স্বাস্থ্য নিয়ে সমস্যা।অন্যদিকে রক্তসঙ্কটে অতিষ্ট এলাকাবাসি।রক্তের সঙ্কট কমাতে এগিয়ে এলেন নৈনান গ্রামবাসি সহ নৈনান সোনালী সংঘ ,পাশাপাশি হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট অ্যসোসিয়েসান।
আড়াই হাজার গ্রামবাসীদের চাঁদার পয়সায় চলে রক্তদান শিবির ।২০০৬ সালে শুরু হয় নৈনান সোনালী সংঘের রক্তদান শিবির।এর পর থেকে নিজের গাঁটের পয়সায় গ্রামবাসিদের দেওয়া রক্ত দান শিবির করা হয়।প্রতিবছরের মতো এবছরো নৈনান অবৈতনিক বিদ্যালয়ে হয় রক্তদান শিবির। শতাধিক মহিলা পুরুষের মধ্যে দিয়ে শেষ হয় রক্তদান।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশানের রাজ্য সম্পাদক সামসুদ্দিন গাজি।ছিলেন এলাকার প্রবীন নবীনরা।হিউম্যান রাইটস জার্নালিস্ট অ্যাসোসিয়েশানের রাজ্য সম্পাদক সামসুদ্দিন গাজি বলেন দিনে দিনে রক্ত দান শিবিরের সংখ্যা বেড়েছে।
বেড়েছে মহিলাদের রক্তদানের কর্মযোগ্য।যে যে এলাকায় আজও রক্তদানের মতো মহৎ দান অনুষ্ঠান করা হয় না, তাদেরকে এগিয়ে আসতে হবে।থ্যালাসেমিয়া হোক কিংবা অন্য কোন রোগ তা মুক্ত করবে।সমস্যার সমাধান মিলবে।
অন্যদিকে নৈনানের রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা জানান “নিজেদের টাকায় যা করছি তা সম্ভব নয়। শুধু রক্ত সঙ্কট কমাতে অন্যকিছু ভুলে ক্লাব সংগঠন ও সাধারন মানুষের সহযোগে এগিয়ে চলছি।” সুন্দরবন লাগোয়া নৈনান অঞ্চলে এমন পরিকল্পনায় খুশি অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584