রানী শিরোমণিকে শ্রদ্ধা জানিয়ে অদ্বিতীয়ার উদ্যোগে কেবলমাত্র মহিলা রক্তদাতাদের রক্তদান শিবির

0
65

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ  

কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত সংগঠন মেদিনীপুরের ‘অদ্বিতীয়া’-এর উদ্যোগে বুধবার জঙ্গলমহলের অবিসংবাদিত নেত্রী রানী শিরোমণির কারাবরণ দিবসকে স্মরণে রেখে এবং মহিলাদের মধ্যে রক্তদান নিয়ে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বুধবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো একটি রক্তদান উৎসব। এই শিবিরে মোট ৩৯ জন মহিলা রক্তদান করেন। এঁদের মধ্যে  অনেকেই এই প্রথমবার রক্ত দিলেন। এছাড়া এঁদের মধ্য এমন চার জন ছিলেন যাঁরা সদ্য আঠারোতে পা রেখেছেন। রবীন্দ্রনাথ ও রাণী শিরোমণির প্রতিকৃতিতে মাল্যদান ও  চারাগাছে জল ঢেলে শিবিরের সূচনা হয়।

blood donation camp in memory of rani shiromoni
নিজস্ব চিত্র

 

এদিনের শিবিরে  সরকারী বিভিন্ন সম্মানে সম্মানিতা মহিলা পুলিশ কর্মী,সালুয়া পুলিশ ট্রেনিং স্কুলের মুখ্য আইন প্রশিক্ষক ইন্সপেক্টর কবিতা দাসকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি,এমকেডিএ- এর চেয়ারম্যান বিধায়ক দীনেন রায়, বিশিষ্ট শিল্পোদ্যগী আনন্দগোপাল মাইতি, বিশিষ্ট শিল্পোদ্যোগী চন্দন বসু, সমাজকর্মী-লেখিকা রোশেনারা খান, আইনজীবী তীর্থঙ্কর ভকত, বিশিষ্ট শিক্ষাব্রতী সত্যব্রত দোলই, পুরসভার কাউন্সিলর চিকিৎসক গোলোকবিহারী মাজী, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বর্ষীয়ান সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তী, সমাজসেবী সুব্রত সরকার, আইনজীবী অংকুর প্রামাণিক, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সঙ্গীত শিল্পী রথীন দাস, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল প্রমুখ।

আরও পড়ুনঃ এলাকার মানুষ নিজের প্রচেষ্টায় সেতু তৈরি করছিলেন, সাহায্যের হাত বাড়ালেন বিধায়ক

এছাড়াও উপস্থিত ছিলেন অর্ঘ্য চক্রবর্তী,সুদীপ কুমার খাঁড়া, সুব্রত মহাপাত্র, নরসিংহ দাস,সুতপা বসু, রুমা মন্ডল, ঈশিতা চট্টোপাধ্যায়, শতাব্দী গোস্বামী চক্রবর্তী,রিমা কর্মকার, নবনীতা মিশ্র,সংগীতা সিংহ, সুদীপ্তা দে,প্রতিমা রানা,পারমিতা সাউ,হ্যাপি দাস, মুস্তাফিজুর রহমান,সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অদ্বিতীয়ার পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঞ্চালি চক্রবর্তী। অদ্বিতীয়ার পক্ষে উপস্থিত ছিলেন মৌসুমী ভট্টাচার্য,সবিতা মিত্র,রুমা কর, মৃদুলা ভূঁইয়া,তুয়া সাঁতরা, মানোয়ারা বেগম, চৈতালি চক্রবর্তী,কৃষ্ণা চক্রবর্তী,রূপা পড়িয়া,সিক্তা সুঁই প্রমুখ। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here