ক্ষুদিরাম বসুর জন্মদিবসে কুইজ কেন্দ্রের রক্তদান শিবির

0
140

সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুর:-

রবিবর শহীদ ক্ষুদিরাম বসুর ১২৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

চারাগাছে জল ঢেলে এই শিবিরের উদ্বোধন করেন বি.এড কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাব্রতী সত‍্যশঙ্কর গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ সেন, পশ্চিম মেদিনীপুরের মুখ‍্য স্বাস্থ্য অধিকারিক ডঃ জি সি বেরা , উপ স্বাস্থ্য আধিকারিক ডঃ আর এন প্রধান, মেদিনীপুরের মহকুমা শাসক দীননারায়ন ঘোষ ,পূর্ব মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী সুমন বিশ্বাস , বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই, সমাজকর্মী রোশেনারা খান, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক মৌসম মজুমদার প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

রক্তদাতা ও আয়োজকদের বিশেষভাবে
উৎসাহিত করতে সুদূর মধ‍্যমগ্রাম থেকে উপস্থিত হয়েছিলেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের সর্বভারতীয় সম্পাদক বিশ্বরূপ বিশ্বাস ও পশ্চিম মেদিনীপুরের​ রক্তদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৭ বার রক্তদান করা জয়ন্ত মুখার্জী

আয়োজকদের অন্যতম শিক্ষক অরিন্দম দাস বলেন বলেন “এত মানুষের সাড়া পেয়ে আমরা খুবই আপ্লুত। আমাদের ডাকে সাড়া দিয়ে সুদূর কোলকাতা থেকে যেমন মানুষ ছুটে এসেছেন, তেমনই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকেও এসেছেন রক্তদাতারা।ছিলেন ছাত্র-ছাত্রীরাও।” সংস্থার সম্পাদক মৌসম মজুমদার বলেন ‘এমন রক্তদান শিবির নিয়মিত ভাবে করাই আমাদের লক্ষ্য”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here