নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
ক্যাকটাস ব্যান্ডের পক্ষ থেকে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। স্থান হিসেবে বেছে নেওয়া হয় দলেরই ফ্রন্টম্যান সিধুর বাড়িটিকে। ক্যাকটাসের সদস্য সহ বেশ কিছু অনুরাগীও এই কর্মকাণ্ডে শামিল হন। একদিকে গরম অন্যদিকে করোনার দাপটে ব্যাপক রক্ত সঙ্কট দেখা দিয়েছে।
কোভিড বিধি মেনেই স্বল্প লোক সমাগমে সামাজিক দূরত্ব বজায় রেখেই ভাগে ভাগে রক্ত দিলেন দাতারা। আর সিধুর বাড়িতে যখন এই আয়োজন তখন গান তো সঙ্গী হবেই। একদিকে রক্তদান চলছে অন্যদিকে দাতাদের পাশে বসেই গিটার হাতে গান করে চলেছেন সিধু।
এমন মিউজিকাল রক্তদান শিবির এ শহর এর আগে দেখেছে বলে মনে হয়না। সিধু বললেন- “ভোট, করোনা, গরম সব মিলিয়েই রক্তের একটা ঘাটতি চলছে তা বেশ কিছু ডাক্তারের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে জানতে পারি। তখনই মাথায় আসে নিজেদের মতো করে উদ্যোগ নেব। করোনা বিধি মেনেই এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আজ ক্যাকটাস এই উদ্যোগ নেয়।”
আরও পড়ুনঃ রামকমলের পরবর্তী শর্টফিল্মের নায়িকা ঋতাভরী, শুটিং শেষ
পটা বলেন- “এই উদ্যোগ দেখে আরও কেউ যদি ছোট করে হলেও রক্তদান শিবিরের আয়োজন করেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584