হরষিত সিং, মালদহঃ
জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হল মালদহ জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন।এদিন বিরোধীদের উপস্থিতিতে গঠন হল নয়টি স্থায়ী সমিতি।জেলা পরিষদের পক্ষ থেকে নিৰ্দিষ্ট তারিখ করে কর্মাধ্যক্ষ গঠন করা হবে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল।এদিন স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছিল জেলাপরিষদ ভবন চত্বর।উল্লেখ্য মালদহ জেলা পরিষদের মোট আসন ৩৮ টি।সাংসদ বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে মোট সদস্য সংখ্যা ৬৭টি।
তবে এবার জেলা পরিষদের একটি আসনে নির্বাচন হয়নি।তাই সদস্য সংখ্যা ৬৬। সংখ্যাগরিষ্ঠতা পেতে পঞ্চাশ শতাংশের বেশি সদস্যের সমর্থন প্রয়োজন।এদিন নিদিষ্ট সময়ে শুরু হয় সমিতি গঠনের প্রক্রিয়া।তৃণমূলের পক্ষ থেকে মোট ৪৫ জন সদস্য ও বিজেপির নয় জন সদস্য যোগদান করেন।কংগ্রেসের ১২ জন সদস্য।তবে দুই সংসদ ও কংগ্রেসের অধিকাংশ সদস্যরা মিটিংয়ে উপস্থিত ছিলেনা।তবে কয়েক জন অংশ গ্রহন করলেও তারা অংশগ্রহন না করেই বেরিয়ে যায় সভা কক্ষ থেকে।নয়জন সদস্য নিয়ে দুটি সমিতি গঠনে অংশ গ্রহণ করে। তবে তেমন প্রভাব পড়েনি।দুটিতে নির্বাচন হলেও সমস্ত সমিতিতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।এদিন বিজেপির জেলা পরিষদের সদস্য উজ্জল চৌধুরি বলেন,”আমরা নয়জন সদস্য নিয়ে দুটি স্থায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহন করি।তবে আমরা লড়াইয়ে হেরে গিয়েছি সদস্য সংখ্যা কম থাকায়।তবে আগামিতে আমরা লড়াইয়ের মত স্থানে থাকব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584