পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভোট শেষ তাই একটু বিশ্রাম। আর তাই ভোট শেষে জমে উঠেছে মেলা।রাতের অন্ধকার চিরে মঞ্চের ফ্লাড লাইটে দুলে উঠছে নারী শরীর।মঞ্চের উপর তখন যুগল নাচ দেখাতে ব্যস্ত নিচে বসা সাধারন মানুষ।
‘নাচ’ বললে বোধহয় ভুল হবে চলছে অশ্লীলতা।ভোজপুরি গানের তালে তালে স্বল্প স্বল্প পোষাক পরিহিতা নারীদের কুৎসিত প্রদর্শন।মোটা দাগের যৌন ইঙ্গিতবাহী আসর।
উত্তর দিনাজপুর জেলার করণদীঘির মেলায়। প্রতিবছরের মত এবারও শুরু হয়েছে করণদীঘির শিরুয়া মেলা।
একমাস ব্যাপী চলা এই মেলায় বসেছে রিমা চিত্রাহার। আর এই মেলায় বসা চিত্রাহারের নামেই চলছে অশ্লীলতা।
পাশাপাশি প্রশাসনের নজরের আড়ালেই চলছে মদ ও জুয়ার আসর।রমরমিয়ে চলা এই চিত্রাহার দেখতে ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এসেছে।এই অশ্লীল নাচের ব্যাপারে কিছু বলতেই মেলা কমিটির সাফাই— অশ্লীল কোথায়?সম্পূর্ণ তো আর নগ্ন হয়নি?তাই দোষের কিছু দেখছেন না তাঁরা।
আর জেলা পুলিশ কর্তারা খোঁজ নেওয়ার কথা বলেই দায় সারলেন।তবে উত্তর দিনাজপুর জেলার মত লোকসংস্কৃতি সমৃদ্ধ জেলায় এই ধরণের অশ্লীল নাচের আসর বসায় প্রতিবাদে সরব হয়েছেন বিশিষ্টজনেরা। আইন,কানুন,পুলিশ,প্রশাসন সবই রয়েছে।তবু অন্ধকারে রঙিন হয়ে উঠছে নারী শরীর, বাকি সবই ঢাকা পড়ে যাচ্ছে আঁধারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584