গভীর নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ

0
70

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আজ বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। আলিপুর  আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই বর্ষণ জারি থাকবে। এছা়ড়া আগামী দুই থেকে তিন ঘণ্টা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গে বৃহস্পতিবার তেমন বৃষ্টি হবে না।

Kolkata weather
ফাইল চিত্র

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের খুলনার কাছে গভীর নিম্নচাপ অবস্থান করছে। বৃহস্পতিবার সেটি বাংলার উপর দিয়ে যাচ্ছে। তার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এরপর নিম্নচাপটি বিহারের দিকে চলে যাওয়ায় শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ছয় জেলায় দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭০-২০০ মিলিমিটার) হবে। অন্যদিকে, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলোতেও ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত (৭০-১১০ মিলিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ অসম-মিজোরাম সীমান্তে অশান্ত পরিস্থিতি, কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করে চিঠি স্বরাষ্ট্রসচিবের

সেই পূর্বাভাস মতোই বুধবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৬.৫ মিলিমিটার। জলমগ্ন হয়েছে শহরের নীচু এলাকাগুলি। একই অবস্থার জেলারও। সেখানেও টানা বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বাম-কংগ্রেস আগে স্থির করুক বাংলায় তাদের প্রধান বিরোধী কারা, বললেন মুখ্যমন্ত্রী

মাঝেমধ্যে কিছুটা থামলেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর আবারও জোরে বৃষ্টি নামছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬৬.৫ মিলিমিটার। বেশিরভাগটাই বুধবার রাত থেকে শুরু হয়েছে। তার জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। সকালে খড়্গপুর স্টেশনের ঢোকার মুখে ধসও নামে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here