নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সমিধ মুখার্জি বাংলার জনপ্রিয় সুরকার। বর্তমানে ঊর্ভীর সঙ্গে জুটি বেঁধে সুর করছেন বহু ছবির। তাঁরা একসঙ্গে বলিউডের বহুচর্চিত ছবি ‘সড়ক-২’র গানে সুরও দিয়েছেন সম্প্রতি। সম্প্রতি তাঁদের বলতে শোনা গেল যে তাঁরা কেবল লিলির গানই শুনছেন।
কারণ হিসেবে বলা যায়, শরৎকাল মানেই উৎসবের হাওয়া। আর উৎসব মানেই বিভিন্ন পুজোর গানের নস্ট্যালজিয়া। সেই সব স্মৃতিমেদুর দিনগুলোকে নিজের নতুন গানের অ্যালবাম “বহে বায়ু”-র মধ্যে দিয়ে উস্কে দিলেন রাইজিং স্টার খ্যাত গায়িকা দেবাঞ্জলি লিলি চ্যাটার্জি। গানের সুরও দিয়েছেন নিজেই।
সমিধ-ঊর্ভীর মতে, গানটার নিজস্ব একটা ‘অর্গ্যানিক টিউন’ আছে। আর ভিডিওটা এত সুন্দর হয়েছে যে তাঁরা বারবার শুনছেন ও দেখছেন। বলিউডের বিভিন্ন গানের কভার করে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দেবাঞ্জলি লিলি। বিশেষত তাঁর কণ্ঠে ‘লুটেরা’ ছবির “মনটা রে” গানটি ভারত-বাংলাদেশ মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ থেকে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ শুনেছে।
আরও পড়ুনঃ ওটিটি-তে বাংলা বিনোদনের নতুন ঠিকানা ‘ক্লিক’
এছাড়াও অসংখ্য মেগা সিরিয়ালে যেমন রোজগেরে গিন্নী, ক্ষীরের পুতুল, ভূমিকন্যা, তোমায় আমায় মিলে-র টাইটেল ট্র্যাকে কণ্ঠ দেওয়ার পাশাপাশি জাজমেন্ট ডে, আস্তে লেডিসের মতো ওয়েব সিরিজ এবং কলকাতায় কলম্বাস, তুই আমার হিরো ও এই শহরে-র মতো বেশ কিছু জনপ্রিয় ছবির গানে কণ্ঠ দিয়েছেন।
ছোটোবেলা থেকেই গানের প্রতি আগ্রহ, সেখান থেকে বিভিন্ন বাংলা মেগা সিরয়ালের মূল গানে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ। ২০১৪ থেকে নিজের ইউটিউবে চ্যানেলে পরপর বিভিন্ন বলিউড গানের কভার গেয়ে শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া ফেলেন।
আরও পড়ুনঃ নিউ নরমালে যশের ঘরে আলোর উৎসব
২০১৬ তে প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক করার সুযোগ আসে ‘কলকাতায় কলম্বাস’ ছবির হাত ধরে। দেশে তো বটেই মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ এবং ইউরোপের বহু জায়গায় তাঁর কণ্ঠের একনিষ্ঠ ভক্তদের আমন্ত্রণে গান গাইতে গিয়েছেন লিলি।
বর্তমানে তাঁর গানের তিনি নিজেই সুরারোপ করছেন। এবং সেগুলিরই একটি “বহে বায়ু”। একটি বিবাহিত নারীর একাকীত্ব ও তার নিজের শৈশবকে, তার শিকড়কে সর্বোপরি তার নিজেকে পুনরায় চেনানোর জন্য ঠিক কতটা জরুরি তা এই মিউজিক ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে।
গানটির সুর দিয়েছেন দেবাঞ্জলি লিলি, কথা অর্ঘ সরকারের, গিটার, প্রোগ্রামিং ও মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অভিরূপ বিশ্বাস, শব্দমিশ্রণ ও নিয়ন্ত্রণে শমীক গুহ রায়, রেকর্ডিং ইঞ্জিনিয়ার গৌরব।
মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্বেও ছিলেন দেবাঞ্জলি লিলি। অসংখ্য শ্রোতার ভালোবাসাকে পাথেয় করে নিজের নামের ইউটিউব চ্যানেলেই দেবাঞ্জলি লিলি এই অ্যালবাম লঞ্চ করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন মীর, আশু চক্রবর্তী, জয় সরকারের মতো ব্যক্তিত্বরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584