নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
প্রয়াত অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপাল। শোকের ছায়া বলিউডে। মাত্র ৫২-তেই থেমে গেল অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপালের পথ চলা। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
বিক্রমজিৎ একজন অবসর প্রাপ্ত সেনা আধিকারিক।
পাশাপাশি তিনি বহু ছবি এবং ছোটপর্দায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। ‘পেজ থ্রি’, ‘হিরোইন’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হে বেবি’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি। পরিচালক অশোক পণ্ডিত টুইটারের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তিনি লেখেন- “আজ সকালে কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। ওঁর পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত দেবব্রত চৌধুরী
২০০৩ সালে অভিনয়জগতে পা রাখেন বিক্রমজিৎ। মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ছোটপর্দায় ‘দিয়া অউর বাতি হম’, ‘দিল হি তো হ্যায়’, অনিল কপূরের ‘২৪’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি। অকালে বিক্রমজিতের চলে যাওয়ায় শোকস্তব্ধ বলিউড দুনিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584