লকডাউনে কর্মহীন, রাস্তায় ফল বিক্রি করছেন বলিউড অভিনেতা

0
160

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। তবে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে যত না মৃত্যু হচ্ছে তার চেয়েও বেশি মানুষ হয়তো না খেয়ে মারা যাচ্ছে৷ কারণ, এই মুহূর্তে করোনা মোকাবিলায় দেশছুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, দোকানপাট, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। এমতাবস্থায় কাজ হারাচ্ছেন অনেকেই। কোটি কোটি মানুষ কর্মহীন, সর্বহারা৷

bollywood actor | newsfront.co
ছবিঃ টুইটার

লকডাউনে এরকমই পরিস্থিতির শিকার হয়েছেন বলিউডের এক অভিনেতা৷ আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ছবিতে কাজ করেছিলেন সোলাঙ্কি দিবাকর৷ অসাধারণ ওই অভিনেতা এখন কর্মহীন৷ পেটের দায়ে রাস্তায় ফল বিক্রি করছেন৷ ২৫ বছর ধরে দিল্লির বাসিন্দা সোলাঙ্কি৷

এখন করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। শুটিং বন্ধ। কাজ নেই। তাই প্রতিদিন খুব ভোরে ওখলা মাণ্ডিতে চলে যান ফল কিনতে৷ তারপর সেই ফলই রাস্তায় বিক্রি শুরু করেন অভিনেতা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, লকডাউনে সব ছবির শ্যুটিং বন্ধ৷ কাজ নেই৷ বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই৷ পরিবারকে খাওয়াতে হবে৷ তাই ফল বিক্রিই বেছে নিয়েছেন সোলাঙ্কি দিবাকর।

আরও পড়ুনঃ ‘একটু ভেবে দেখুন’ সাংবাদিকদের কাছে আবেদন পরিচালকের

তিনি জানান, “প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের একটি ছবির শ্যুটিং শুরু হওয়া কথা ছিল৷ কিন্তু ঋষি কাপুরের মৃত্যু ও করোনা ভাইরাসের জেরে প্রজেক্ট বাতিল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, ‘তাও যদি লকডাউন না হত, মুম্বইয়ে হয়তো ছোটখাটো রোল পেয়ে যেতাম৷ আমার খুব আপশোস, ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পারলাম না৷ যদি করোনা ও লকডাউন না থাকত, ওই ছবিতে আমি কাজ করতাম৷’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here