মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। তবে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে যত না মৃত্যু হচ্ছে তার চেয়েও বেশি মানুষ হয়তো না খেয়ে মারা যাচ্ছে৷ কারণ, এই মুহূর্তে করোনা মোকাবিলায় দেশছুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, দোকানপাট, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। এমতাবস্থায় কাজ হারাচ্ছেন অনেকেই। কোটি কোটি মানুষ কর্মহীন, সর্বহারা৷
লকডাউনে এরকমই পরিস্থিতির শিকার হয়েছেন বলিউডের এক অভিনেতা৷ আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ছবিতে কাজ করেছিলেন সোলাঙ্কি দিবাকর৷ অসাধারণ ওই অভিনেতা এখন কর্মহীন৷ পেটের দায়ে রাস্তায় ফল বিক্রি করছেন৷ ২৫ বছর ধরে দিল্লির বাসিন্দা সোলাঙ্কি৷
"I didn’t want to step out but I'm helpless": Fruit seller and film actor, Solanki Diwakar has spent all the money he saved before the lockdown. In desperation, he has decided to step out to pull through this crisis.
Full story: https://t.co/uS7e2BUxMN pic.twitter.com/xLgzwzqR5Z— The Quint (@TheQuint) May 5, 2020
এখন করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। শুটিং বন্ধ। কাজ নেই। তাই প্রতিদিন খুব ভোরে ওখলা মাণ্ডিতে চলে যান ফল কিনতে৷ তারপর সেই ফলই রাস্তায় বিক্রি শুরু করেন অভিনেতা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, লকডাউনে সব ছবির শ্যুটিং বন্ধ৷ কাজ নেই৷ বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই৷ পরিবারকে খাওয়াতে হবে৷ তাই ফল বিক্রিই বেছে নিয়েছেন সোলাঙ্কি দিবাকর।
আরও পড়ুনঃ ‘একটু ভেবে দেখুন’ সাংবাদিকদের কাছে আবেদন পরিচালকের
তিনি জানান, “প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের একটি ছবির শ্যুটিং শুরু হওয়া কথা ছিল৷ কিন্তু ঋষি কাপুরের মৃত্যু ও করোনা ভাইরাসের জেরে প্রজেক্ট বাতিল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, ‘তাও যদি লকডাউন না হত, মুম্বইয়ে হয়তো ছোটখাটো রোল পেয়ে যেতাম৷ আমার খুব আপশোস, ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পারলাম না৷ যদি করোনা ও লকডাউন না থাকত, ওই ছবিতে আমি কাজ করতাম৷’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584