মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
শুটিং করতে গিয়ে চোট পেলেন নোরা ফতেহি। চলছিল ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র শুট। সেইসময়ই আহত হন অভিনেত্রী। তাঁর কপালে রক্তের দাগের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তা মেকআপের কারুকার্য নয়। বাস্তবেই তাঁর কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। এমনকি তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। ছবিতে নোরার প্রথম লুক রিভিল হতে দেখা যাচ্ছে নোরার রক্তাক্ত চেহারা! তবে সে-ই রক্ত মেক-আপ কিংবা প্রসিন্থেটিক্সের ফলাফল নয় বরং এটি সত্যিকারে ক্ষতচিহ্ন।
সেই দৃশ্যটি ছিল, সহ-অভিনেতার হাতে থাকবে বন্দুক। নোরার কপালে বন্দুক ঠেকানো থাকবে। এক ঝটকায় নোরা তাঁর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাঁকে মারতে শুরু করবেন। কিন্তু শটে ঘটল এক বিপত্তি। অভিনেতার হাত ফসকে সেই বন্দুক গিয়ে পড়ে নোরার কপালে। ভারী ধাতব বন্দুকের আঘাতে কপাল কেটে রক্ত পড়তে শুরু করে নোরার। রক্তপাত হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নোরা বলেন, “এটি আমাদের রিহার্সালে নিখুঁত হয়েছিল যা শুটিংয়ের ঠিক পাঁচ মিনিট আগে ছিল, তবে, আমরা যখন আসল টেক শুরু করি তখন কো-অর্ডিনেশন ঠিক হয়নি এবং অভিনেতা আমার মুখে বন্দুকটি ছুঁড়ে মারে, যার কারণে ধাতব বন্দুকের নল, যা সত্যিই খুব ভারী ছিল, আমার কপালে আঘাত করে এবং রক্তারক্তি হয়ে যায়।” ক্ষতস্থানটি ফুলে যাওয়া এবং রক্ত বেরনোর কারণে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ পাভেলের মন খারাপ, তাই পাশে প্রিয়াঙ্কা
এখানেই শেষ নয়, ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র শুটিংয়ের সময় নোরা আরও আঘাত পেয়েছিলেন। নোরা বলেন, “যেদিন কপালে চোট লেগেছিল, তার পরের দিন আমরা অন্য একটি অ্যাকশন দৃশ্যের জন্য শুট করেছি, এটি একটি ধাওয়া করার দৃশ্য ছিল। সিনটি দৌড়, অ্যাকশন এবং দ্রুতগতি দাবি করেছিল। এই দৃশ্যের শুট করার সময়ই, আমি পড়ে গিয়েছিলাম, আমার আঙ্গুলে আঙুলে আঘাত লাগে, যার কারণে পুরো শুট জুড়ে আমাকে একটি স্লিং পরতে হয়েছিল।”
আরও পড়ুনঃ টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা-পরমব্রত
অভিষেক দুধাইয়া পরিচালিত, ‘ভূজ: প্রাইড অফ ইন্ডিয়া’-তে নোরা ফতেহি ছাড়াও রয়েছেন শারদ কেলকার এবং অ্যামি ভির্ক। ছবিটি ১৩ ই অগাস্ট মুক্তি পেতে চলেছে। আগামী ১২ জুলাই, সোমবার মুক্তি পাবে ছবিটির ট্রেলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584