SSC দুর্নীতিতে যুক্ত তৃণমূল মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়িতে রবিবার DYFI এর বিক্ষোভ

0
35

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ 

SSC সহ দূর্নীতি গ্রস্থ তৃনমূলের মন্ত্রীদের শাস্তি ও গ্রেফতারের দাবীতে, আজ রবিবার  DYFI ডাবগ্রাম দক্ষিণ সাংগঠনিক লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। শিক্ষাক্ষেত্রে নিয়োগজনিত দূর্নীতির প্রতিবাদে,’দূর্নীতি নয়স্বচ্ছতার সাথে নিয়োগের দাবীতে’  আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত DYFI ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে ৪০ নং ওয়ার্ড অঞ্চল বাজার থেকে শুরু করে ৩৯নং ওয়ার্ড হায়দরপাড়া বাজার,৩৮নং ওয়ার্ড সংহতি মোড়,৩৭নং ওয়ার্ড ঘোগোমালী বাজার এবং ৩৬নং ওয়ার্ড শান্তিনগর বৌবাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচী করা হয়।

নিজস্ব চিত্র

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন DYFI দার্জিলিং জেলা সম্পাদক মন্ডলী সদস্য গোপাল পাল, রবিরঞ্জন সিং, লোকাল কমিটির কনভেনার শঙ্কর সাহা, লোকাল কমিটির সদস্য প্রিয়া দে এবং CPI(M) ডাবগ্রাম ৩ এরিয়া কমিটির সম্পাদক ও দীপঙ্কর সাহা সহ অন্যান্য যুব নেতা নেএী গণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here