ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ ভেঙে গেল। মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ওয়াজিদ।
কিডনি ও গলার সংক্রমণ নিয়ে ২-৩ মাস ধরে ভুগছিলেন তিনি। গত ৩ দিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
সংগীত পরিচালক সেলিম টুইট করে তাঁর মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন। তাঁর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন সনু নিগম, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।
সলমান খানের অত্যন্ত প্রিয় এই জুটি তেরে নাম, মুঝসে সাদি কারোগি, পার্টনার, হ্যালো, গড তুসি গ্রেট হো, ওয়ান্টেড, বীর, এক থা টাইগার, দাবাং প্রমূখ ছবিতে কাজ করেছেন।
এছাড়াও হিরোপান্তি, ম্যায় তেরা হিরো,চোরি চোরি প্রমূখ ছবিতে তিনি কাজ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584