করোনার প্রভাবে বন্ধ থাকবে বলিউডের শুটিং

0
93

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

সোয়াইন ফ্লু, ডেঙ্গু, ম্যালেরিয়ার নতুন বন্ধু ‘করোনা’। আর এই নতুন বন্ধুটি যে কী ধরনের সব ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে চলেছে তা তো বলাই বাহুল্য৷ কত না বারণ, কত না নির্দেশিকা জারি হয়েছে এই ‘করোনা’কে কেন্দ্রে রেখে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, বেশি ভিড়ে যেতে নিষেধ করা হয়েছে, মুখে মাস্ক মাস্ট। বাতিল হচ্ছে মিটিং, বাতিল হচ্ছে ট্রেন, বাতিল হয়েছে ভিসা।

bollywood shooting cancelled for coronavirus | newsfront.co
ছবিঃ প্রতীকী

অথচ বহাল তবিয়তে চলছিল টেলিভিশনের জন্য রোজকার শুটিং। ওদিকে আবার বলা হচ্ছে এসি চালানো যাবে না। কারণ ঠাণ্ডায় মাথাচাড়া দেবে ‘করোনা’ ব্যাধি। কিন্তু শুটিং ফ্লোর তো এসি ছাড়া চলবে না। অথচ সর্বক্ষণ এসি চলছে ফ্লোরে।

ছবিঃ প্রতিবেদক

তা হলে যে মানুষগুলি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেন আমজনতার সন্ধের ড্রয়িং রুম মাতিয়ে রাখতে তাঁদের স্বাস্থ্যের কী হবে? এহেন প্রশ্ন উঠছিল নানা মহলে। উত্তর এল এবার।

অবশেষে এক সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’। ১৯ মার্চ থেকে ৩১ মার্চ অবধি বন্ধ থাকবে মুম্বইয়ের সব শুটিং। সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সহ নন ফিকশনের শুটিং-ও থাকবে বন্ধ।
একইভাবে বন্ধ থাকবে সিনেমা হল, বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান।
তা হলে কি এবার কলকাতাতেও শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে? অপেক্ষা উত্তরের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here