ভাস্কর ঘোষ, কান্দি, ৭ ডিসেম্বরঃ-
নিজের ভাইঝির বাড়িতে বেড়াতে বোমা ফেটে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার মহালন্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম আমিনা বেওয়া (৪৮)। কান্দি থানার গোকর্ণ এলাকায় চাতরা গ্রামে তাঁর বাড়ি। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।
কান্দি থানার আইসি বলেন, অনেক আগে থেকে হয়ত ঘরের মধ্যে বোমা রাখা ছিল। তা নরাচড়া হওয়াতেই ফেটে গিয়েছে। ওই বাড়িতে কোন পুরুষ থাকেননা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ।
ওই বাড়িতে বোমা কিভাবে এল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮ টা নাগাদ আমিনা দেবী সেখানে ভিজে নেকড়ার ছোঁচ দিয়ে ঘর মুচ্ছিলেন। সেইসময় হঠাৎ করে বোমা বিস্ফারণ ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কান্দি থানার পুলিশ। পুলিশ সেখানে থেকে মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগে কান্দি থানার গোকর্ণ এলাকায় চাতরা গ্রামের বাসিন্দা আমিনা বেওয়া ওই থানা এলাকায় মহালন্দি গ্রামে তাঁর এক ভাইঝির বাড়িতে বেড়াতে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584