নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুরে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ। সেই বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ওই তৃণমূল কর্মীর বৃদ্ধা মা, উড়ে গেছে বাড়ির টিনের চালও।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ বহরমপুর থানার ২ নং বানজেটিয়ার বেলতলা এলাকায়। জখম বৃদ্ধা মহিলার নাম পদ্মরানী মন্ডল, বয়স ৭০ বছর। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, পদ্মরাণী মন্ডল একাই ওই বাড়িতে থাকতেন। তার ছেলে তৃণমূলকর্মী প্রবীর মন্ডল ঐ বাড়িতে যাতায়াত করত। সেই বোমা মজুত করেছিল বলে অভিযোগ। হঠাৎই রাত্রে প্রচন্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখেন আহত বৃদ্ধা মেঝেতে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছেন, বাড়ির টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়েছে। স্থানীয়রায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
আরও পড়ুনঃ ভগবানগোলায় উনুনের আগুনে ভস্মীভূত বাড়ি
রাতেই বহরমপুর থানার পুলিশ এসে বোমার টুকরো উদ্ধার করে এবং বিস্ফোরণের তদন্ত শুরু করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল কর্মী প্রবীর মন্ডল গা ঢাকা দিয়েছে বলে সুত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584