নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পার এক নম্বর গ্রামপঞ্চায়েতের ধারেয়াহাট বাজারের পাশেই রাস্তার পাশে একটি পলিথিনের ব্যাগ থেকে নয়টি তাজা বোমা উদ্ধার হল।
সকাল ১০ টা নাগাদ সেই বোমা নজরে পরে স্থানীয় মানুষদের।যেই স্থানে বোমা রাখা ছিল তার প্রায় ৫০ মিটারেরও কম দূরে স্থানীয় কাছেই দুটো বাজার।
আরও পড়ুনঃ বিদ্যুতের খুঁটি পড়ে আহত এক মহিলা শ্রমিক
এলাকায় বেশ কিছূ দোকান রয়েছে। গ্রামের এই রকম একটি জনবহুল স্থানে বোমা রাখার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানিয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও আলিপুরদূয়ার বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌছায়। তারাই বোমা গুলো উদ্ধার করে নিষ্কৃয় করেন। কে বা কারা বোমাগুলি সেখানে রেখে গিয়েছে, তা এখনও জানা যায়নি।
আলিপুরদুয়ার থানার আই সি রবীন থাপা বলেন, “ প্রাথমিকভাবে আমার মনে হয় এগুলো সব দেশি হাতবোমা। একটি পলিথিনের ব্যাগে এই বোমাগুলো রাখা ছিল। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। সবগুলো বোমা নিষ্কৃয় করা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584