শ্যামল রায়,কালনাঃ
সোমবার সকালে নান্দাই গ্রাম পঞ্চায়েতের আসাননগর গ্রামের ঢালাই রাস্তার পাশ থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বোমার সংখ্যা দশটি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এদিন সকাল বেলা উঠে এলাকার মানুষ দেখতে পায় রাস্তার ধারে কয়েকটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন।বাসিন্দাদের সন্দেহ হবার কারণে কালনা থানার পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ।বম্ব স্কোয়াডের লোকরা বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেয়।এলাকা সূত্রে আরো খবর যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঝুমুর ঘোষের বাড়ির সন্নিকটেই বোমা গুলি ছিল।তাই বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।তৃণমূল নেতাদের দাবী এলাকায় অশান্তি তৈরি করতেই বিরোধীদের কাজ।তৃণমূলের সাধারণ সম্পাদক আরজেদ সেখ অভিযোগ করেছেন যে এটা বিরোধীদের কাজ গতকাল রাত পর্যন্ত ঝুলন পূর্ণিমা চলেছে একটা অঘটন ঘটানোর চক্রান্ত করেছিল বলে মনে হয়।তবে তৃণমূলের এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে বিরোধীরা।বিরোধীদের অভিযোগ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাগুলি রাখা হয়েছিল।
আরও পড়ুন: শিক্ষকের ঘুমানোর ভিডিও ইউটিউবে আপলোড করে বরখাস্ত সাত ছাত্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584