নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
দেগঙ্গায় এক তৃণমূল কর্মীর বাড়ির সামনেই উদ্ধার হল তাজা বোমা। আর তাকে ঘিরেই শোরগোল পড়ে গেল গোটা এলাকায়।
মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া এক নম্বর পঞ্চায়েতের সিঙ্গের আটি গ্ৰামে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের গ্ৰামসভার সদস্য মিরাজউদ্দিন মন্ডলের বাড়ির সামনে এদিন তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তির মূলত তৃণমূলের অপর গোষ্ঠীর দিকে।
স্থানীয়দের দাবি, যুব তৃণমূল কর্মীদের ভয় দেখানোর জন্য প্রতিদিন রাতে তাদের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। কয়েকদিন আগেও পঞ্চায়েত প্রধান হারান মন্ডলের বাড়ির সামনেও বোমাবাজি হয়। সেই ঘটনায় এলাকা থেকে তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার
তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষের মূল কারণ হিসেবে জানা যায়, সম্প্রতি আমপানে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসে যুব তৃণমূলের দশ পঞ্চায়েত সদস্য। এটাই সহ্য করতে পারেনি তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। আর তাই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য প্রতিদিনই বোমাবাজি করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে।
এলাকাবাসীর দাবি, এলাকায় শান্তি বজায় রাখার জন্য অবিলম্বে গ্রেফতার করা হোক সমস্ত দুষ্কৃতীদের। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584