তৃণমূল বহিষ্কৃত প্রধানের গ্যারেজ থেকে বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে

0
98

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ

তৃণমূল বহিষ্কৃত পঞ্চায়েত প্রধানের বাড়ির গ্যারেজ থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের কেন্দামারি এলাকার জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুরা বিবির বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার হয় জোড়া বোমা।

car | newsfront.co
বোমা উদ্ধারস্থল। নিজস্ব চিত্র

কয়েকদিন পূর্বে আমফান দুর্নীতিতে অভিযুক্ত মনসুরাকে দলের নির্দেশে প্রধান পদ ছাড়তে হয়েছিল। পুনরায় নির্বাচনের সময় আবারও প্রধান হিসেবে নির্বাচিত হন মনসুরা। এরপরই দলের নির্দেশ অমান্য করার অভিযোগে দল তাকে বহিষ্কার করে একই সাথে তার স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা সেখ সাহউদ্দিনকেও বহিষ্কার করা হয়।

mansura bibi | newsfront.co
মনসুরা বিবি। নিজস্ব চিত্র

এরপর থেকে বারবার বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। রাতের অন্ধকারে নন্দীগ্রামের একাধিক জায়গায় চলছে বোমাবাজি। তারমধ্যেই বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশে থাকা গাড়ির গ্যারেজ থেকে উদ্ধার হয় তাজা দুটি বোমা। উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে পুলিশ।

sekh sauuddin | newsfront.co
শেখ সাহউদ্দিন। নিজস্ব চিত্র

এদিকে এই ঘটনার প্রতিবাদে সাহউদ্দিনের অনুগামীরা বেশ কিছুক্ষণ নন্দীগ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি এভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে সাহউদ্দিনকে। বেশ কিছুক্ষণ অবরোধ-বিক্ষোভ চলার পর স্থানীয় নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

আরও পড়ুনঃ চিতার আক্রমণে ফাঁসিদেওয়ায় আহত ১,মেলেনি বাঘের খোঁজ

তবে গোটা ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল বহিষ্কৃত অঞ্চল প্রধান মনসুরা বিবি ও তার স্বামী সাহউদ্দিন বলেন, “রাজনৈতিকভাবে কেউ পেরে উঠছে না। তাই এভাবে আমাদের প্রাণে মেরে ফেলার জন্য চক্রান্ত করছে। তৃণমূলেরও লোকজন এই ঘটনা ঘটাতে পারে। এই ঘটনায় আমাদের কোনো হাত নেই। গোটা ঘটনার তদন্তের জন্য আমরা নন্দীগ্রাম থানায় অভিযোগ জানাবো।”

আরও পড়ুনঃ অত্যাধুনিক নেশাজাতীয় দ্রব্য উদ্ধার সামশেরগঞ্জে, ধৃত ৫

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, “যার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে তাকে পুলিশ এখনও কেনো গ্রেফতার করেনি সেটাই মূল বিষয়। তৃণমূল কংগ্রেস প্রশাসনের সহযোগিতা নিয়েই ভোটের আগে বোম-বন্দুক জমা করছে নন্দীগ্রামে। যাতে নন্দীগ্রামকে খাগড়াগড় বানানো যায়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি অজিত কুমার ঝাঁ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বোমা উদ্ধার করি। ইতিমধ্যে ঐ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here