পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রামের পাশের ছোট্ট ক্যানেলের পাস লাগোয়া ধান থেকে আজ উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা। সকালবেলা গ্রামের মানুষজন মাঠে যাওয়ার পথে দেখতে পায় যে ধান জমির মধ্যে কিছু একটা লুকানো আছে। কাছে গিয়ে ভালো করে দেখতেই গ্রামবাসীরা বুঝতে পারে যে প্লাস্টিকের ড্রামের মধ্যে লুকানো রয়েছে বোমা। আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেয় সদাইপুর থানায়। গ্রামবাসীরা খবর দেওয়া মাত্রই সেখানে উপস্থিত হয় সদাইপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে বোমা গুলিকে উদ্ধার করে।
কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘিরে ফেলা হয় পুরো এলাকাটিকে।খবর দেওয়া হয় বোম স্কোয়াডে।তারা এলে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে পুলিশ।
আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ীর পাশ থেকে বোমা উদ্ধার
কি কারনে বোমা-গুলি? কে এখানে মজুদ করেছে?কারাইবা মজুদ করল ? সমস্ত দিক খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত এই সাহাপুর গ্রাম বারবার উত্তপ্ত হয়েছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে। মুড়ি-মুড়কির মতো পড়েছে বোমা, চলেছে গুলির লড়াই। শাসকদলের অন্তর্কলহ নাকি দুষ্কৃতীদের দৌরাত্ম্য ? কি কারণে মজুদ করা হয়েছে বোমা খতিয়ে দেখছে পুলিশ।
গত পাঁচদিন আগে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের কাঁকরতলা থানার বরড়া গ্রাম। মুড়ি-মুড়কির মত চলেছিল বোমা গুলির লড়াই। বোমা গুলির লড়াইয়ে আহত হয় দুই তৃণমূল সমর্থক। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ।নাম জড়ায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584