তবলীগী জামাতে যোগ দেওয়া বিদেশী নাগরিকদের ‘বলির পাঁঠা’ করা হয়েছেঃ বম্বে হাইকোর্ট

0
119

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তবলীগী জামাতে যোগ দেওয়া বিদেশী নাগরিকদের ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বম্বে হাইকোর্টের উক্তি। শুধু তাই নয়,তাঁদের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।

Tablighi jamat | newsfront.co
ফাইল চিত্র

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার এমন কিছু খুঁজছিল যেদিকে লোকের মন ঘুরিয়ে দেওয়া যায়, যখন দেশে মহামারি চলছে সেই সুযোগে। এইসব বিদেশী সাধারণ নাগরিকদের প্রতি এইরূপ ব্যবস্থা নেওয়া অনুচিত এবং অন্যায় হয়েছে। জানিয়েছে বোম্বে হাইকোর্ট।

বোম্বে হাইকোর্টের এই জাজমেন্টে কঠিন সমালোচনা করা হয়েছে সরকারের। আদালত ২৯ জন বিদেশি নাগরিকদের ওপর ভারতীয় দণ্ডবিধির যেসব ধারায় অভিযোগ দায়ের হয়েছে যেমন, এপিডেমিক ডিসিস অ্যাক্ট, মহারাষ্ট্র পুলিশ অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট সবকটি খারিজ করে দেয়, খারিজ করে দেওয়া এফআইআরও।

আরও পড়ুনঃ ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায়, ওয়াইন কারখানার বিরুদ্ধে তোপ ট্রাম্পের

এইসব বিদেশি নাগরিকরা জানান, তাঁরা ভ্যালিড ভিসা নিয়ে এদেশে এসেছিলেন যা ভারত সরকারই ইস্যু করে, তাঁরা ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ভারতীয়দের আতিথেয়তা, ভারতীয় খাবার সবকিছুর স্বাদ নিতেই বেড়াতে এসেছিলেন, এয়ারপোর্টে নামার পর নিয়ম মেনে কোভিড স্ক্রিনিং এবং পরীক্ষা হয়, তাঁরা কোভিড নেগেটিভ এবিষয়ে নিশ্চিত হয়েই তাঁদের এয়ারপোর্ট থেকে বেরোতে দেওয়া হয়।

বিচারপতি টি ভি নালাওয়াদে এবং বিচারপতি এম জি সেউলিকরের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়, এঁরা আইভরি কোস্ট, ঘানা, তানজানিয়া, বেনিন এবং ইন্দোনেশিয়া থেকে ভারতে এসেছিলেন।

আরও পড়ুনঃ পাঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে খতম পাঁচ জঙ্গি

এঁদের সাথে তিন মসজিদের ইমামদের বিরুদ্ধেও মামলা রুজু করে পুলিশ। পুলিশের বক্তব্য ছিল তারা গোপনসূত্রে খবর পেয়েছিল যে এইসব বিদেশি নাগরিকরা লকডাউন ভেঙে তিন মসজিদে লুকিয়ে ছিলেন। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ভর্ৎসনা করে এই পুলিশ আধিকারিকদেরও। মামলাকারী বিদেশিরা জানিয়েছেন, ২৩ মার্চ থেকে লকডাউন জারি হওয়ায় সমস্ত হোটেল বন্ধ হয়ে যায় তাঁদের থাকার আর কোনো উপায় ছিলো না বলেই মসজিদ কর্তৃপক্ষ তাঁদের আশ্রয় দেন।

দুই বিচারপতির ডিভিশন তীব্র নিন্দা করেছেন সংবাদমাধ্যমের। তাঁরা বলেন এই সময় সংবাদ মাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়। সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এমন ভাবে খবরটি পরিবেশন করে যাতে মনে ভারতে কোভিড সংক্রমণ এঁদের থেকেই ছড়িয়েছিল, যখন ঘটনা আদৌ সেটা নয়। আসলে সরকার নিজের দোষ ঢাকতে কিছু ‘বলির পাঁঠা’ খুঁজছিল এবং তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিদেশি নাগরিকদের ঠিক এই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছিল। মামলাকারীরা স্বাগত জানিয়েছেন বোম্বে হাইকোর্টের এই রায়কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here