ভীমা কোরেগাঁও মামলায় সুধা ভরদ্বাজের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট

0
85

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী ও আইনজীবী সুধা ভরদ্বাজের জামিন মঞ্জুর করলো বম্বে হাইকোর্ট। বুধবার সুধা ভরদ্বাজের জামিনের আবেদন মঞ্জুর হলেও বাকি ৮ সহ অভিযুক্তের জামিন মঞ্জুর করেনি আদালত।

Sudha Bharadwaj
সমাজকর্মী ও আইনজীবী সুধা ভরদ্বাজ

এদিন আদালত নির্দেশ দেয় যে আগামী ৮ ডিসেম্বর এনআইএ স্পেশাল কোর্টে পেশ করতে হবে সুধা ভরদ্বাজকে, সেদিনই স্থির করা হবে তাঁর জামিনের শর্তাবলী। ২০১৮ সালের এল্গার পরিষদের মামলায় এদিন জামিন মঞ্জুর হয় তাঁর। তাঁর বিরুদ্ধে এই মামলায় অভিযোগ ছিল যে, ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পুনাতে এল্গার পরিষদ আয়োজিত এক মিটিং-এ উস্কানিমূলক ভাষণ দেন সুধা দেবী সহ আরও বেশ কয়েকজন সমাজকর্মী যার জেরে ভীমা কোরেগাঁও অঞ্চলে ১ জানুয়ারী ২০১৮ সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় দেশ জুড়ে বহু সমাজকর্মীকে গ্রেপ্তার করে পুনা পুলিশ। পুলিশের তরফে অভিযোগ করা হয় তাঁদের অনেকেরই বাড়ি থেকে বা তাঁদের ব্যবহৃত কম্পিউটার থেকে পাওয়া গিয়েছে অপরাধমূলক তথ্য প্রমাণ।

আরও পড়ুনঃ দেশজুড়ে এনআরসি চালুর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি, লোকসভায় জানাল সরকার

এই মামলায় আরও ৮ অভিযুক্ত সুধীর দাওয়ালে,ডঃ পি ভারভারা রাও, রোনা উইলসন, আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, অধ্যাপক সোমা সেন, মহেশ রাউত, ভেরনন গঞ্জাল্ভেস এবং অরুণ ফেরেরার জামিন হলনা এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here