বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে

0
69

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

মুখে কাপড় বাঁধা অবস্থায় গাড়িতে করে এসে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যের বাড়িতে বাড়িতে বোমা বাজি করলো দুষ্কৃতীরা।রবিবার রাতে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রামপঞ্চায়েতে জারুলিয়া গ্রামের ঘটনা।ঝাড়গ্রাম শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে জারুলিয়া গ্রামে বিজেপি র সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে দুটি বোমা উদ্ধার হয়েছে।তবে গ্রামবাসী রা একজোট হয়ে বেরিয়ে যাওয়ার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

জানা গিয়েছে নেদাবহড়া গ্রামপঞ্চায়েতে জারুলিয়া গ্রামে এবার পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর বিস্টু সিং জয়ী হয়েছেন।এমন কি নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপি একক ভাবে দখল করেছে।তবে নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি এখনও বোর্ড গঠন হয়নি।শুধু নেদাবহড়া নয় , ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল,শালবনি,সরডিহা মোট এই চারটি গ্রাম পঞ্চায়েতেও বোর্ড গঠন হয় নি।এই চারটি গ্রাম পঞ্চায়েতই বিজেপি এককভাবে দখল করেছে।আইন শৃঙ্খলার অবনতির কারন দেখিয়ে প্রশাসন এই চারটি গ্রাম পঞ্চায়েতে স্থগিতাদেশ জারি করেছিলো।এখন ঝাড়গ্রাম ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হলেও এই চারটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত আটটা নাগাদ সাদা স্করপিও গাড়িতে মুখে কাপড় বাঁধা অবস্থায় সাতজন দুষ্কৃতী নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিস্টু সিং এর বাড়িতে এসে প্ৰথমে বিস্টু বাবু কে ডাকাডাকি করে।এমনকি বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য হুমকি দেয় কিন্তু বাড়ি থেকে কেউ বেরিয়ে না আসায় বিস্টু বাবুর বাড়িতে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা।বোমার আওয়াজ পেয়ে গ্রামবাসীরা একজোটে বেরিয়ে আসে।দুষ্কৃতীদের তাড়া করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে কিছু দুষ্কৃতী জঙ্গলে পালিয়ে যায় আর কিছু দুষ্কৃতী গাড়িতে করে পালিয়ে যায়।ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে পুলিশ গ্রামে আসে ও দুটি বোমা উদ্ধার করে ,বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথী বলেন ,”আমাদের নির্বাচিত সদস্যকে মুখে কাপড় বেঁধে অপহরণ করার জন্য এসেছিলো।এই পঞ্চায়েতটি শাসক দল জোর করে দখল করার চেষ্টা করছে।তাই শাসক দলের মদতে মাওবাদীরা এই কাজ করতে পারে।”পুলিশ জানিয়েছে , ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ।

আরও পড়ুনঃ ভারতীয় আশ্রয় শিবিরে মৃত্যু হল এক সাবেক ছিটমহলবাসীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here