সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা,দুই আধিকারিক সহ আহত ৩

0
110

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Bombing at govt car injured three
নিজস্ব চিত্র

গঙ্গা বাধের কাজ দেখতে যাওয়ার পথে সেচ দপ্তরের আধিকারিকের গাড়ি লক্ষ করে বোমাবাজি দুষ্কৃতিদের।

Bombing at govt car injured three
আক্রান্ত গাড়ি।নিজস্ব চিত্র

মানিকচক থানার ভুতনির চড়ের উত্তর চন্ডীপুর শঙ্করপুরঘাট এলাকায় বাধের উপর ঘটনাটি ঘটেছে।ঘটনায় গুরুতর জখম দুই সরকারি আধিকারিক সহ গাড়ির চালক।চলন্তগাড়ি লক্ষ করে একাধিক বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা।

Bombing at govt car injured three
আক্রান্ত আধিকারিক।নিজস্ব চিত্র

ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী
জানা গিয়েছে জখম সরকারী আধিকারীকের নাম চিরঞ্জিত মিশ্র ও আলম শেখ।গাড়ি চালকের বিট্টু ঘোষ। শনিবার সকালে সেচ দপ্তরে দুই আধিকারিক ভূতনির হীরানন্দপুর পঞ্চায়েতের কেশবপুরে বাঁধের কাজ দেখতে যাচ্ছিল।

আরও পড়ুনঃ আইসক্রিমের গাড়িতে চার্জ দিতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু

সেই সময় শঙ্করটোলা ঘাটের কাছে একদল দুষ্কৃতী সরকারী গাড়ি লক্ষ করে বোমা ছুঁড়ে।জখম হয় তিন জন।স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে মানিকচক হাসপাতালে পাঠায়। সেখান থেকে দুই জনকে মালদহ রেফার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here