পিয়ালী দাস, বীরভূমঃ
নানুর আছে নানুরে,যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষের আগুনে পুরছে নিরীহ গ্রামবাসী। বুধবার গভীর রাত থেকে ফের নানুর থানার চন্ডীপুর গ্রামে শুরু হয় ব্যাপক বেমাবাজি,এই গ্রামে থাকে বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডলের অনুগামী আনারুল শেখ এবং শেখ কাজল অনুগামী শেখ হোসেন।ফলে হামেশাই চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দখল কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়ে বোমাবাজি হয়, যদিও গত রাতের বেমাবাজির কারনটা একটু ভিন্ন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,অনুব্রত মণ্ডল অনুগামী আনারুল শেখ ও কাজল শেখ অনুগামী শেখ হোসেনের নেতৃত্বে দুই গোষ্ঠী এলাকায় সক্রিয়।রাতে আনারুল গোষ্ঠীর যদু শেখের বাড়ি থেকে পুলিশ বোমা তৈরির মশলা, সুতলি উদ্ধার করে। পুলিশ কীভাবে খবর পেল,এই সন্দেহ থেকেই শুরু হয় দুই গোষ্ঠীর বিবাদ।এক দফা গ্রামের রাস্তায় বোমাবাজি হয়। পরে শেখ হোসেন গোষ্ঠীর অনুগামী ইউনুস শেখ নামে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়িটি।
ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায়। গ্রামের রাস্তায় বোমার খোল,সুতলি,প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে রাত থেকেই গ্রামে চলছে পুলিশি টহল।
যদিও এপ্রসঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি।তেমনই বোমাবাজির ঘটনার কথা শুনে তৃনমূল নেতা কাজল শেখ জানিনা বলে এড়িয়ে যায়।
আরও পড়ুনঃ জরাজীর্ণ পশ্চিম মেদিনীপুরের কুবাই ব্রিজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584