পারুইয়ে বোমাবাজি, ঘরছাড়া তিন বিজেপি কর্মী

0
39

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূমের পারুই থানার জামরা গ্রামে তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী হামলা চালালো তিন বিজেপি কর্মীর বাড়িতে। ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ গ্রামবাসীদের।

bombing at parui | newsfront.co
আক্রমণের চিহ্ন।নিজস্ব চিত্র

শুক্রবার জামড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল। শেখ বাবুল, শেখ নবী, শেখ বশির, এদের বাড়ি আক্রমন করে তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী। রীতিমত ধ্বংসলীলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এই তিন বিজেপির কর্মী বাড়ি ঘর।

bjp leader at parui | newsfront.co
ঘটনাস্থল পরিদর্শনে বিজেপি নেতারা।নিজস্ব চিত্র

বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির দরজা,লুট করা হয়েছে টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী, ঘরের ভেতরে সমস্ত কিছু আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে, এই তিন বিজেপি কর্মী আপাতত রয়েছে গ্রাম ছাড়া।

বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামা প্রসাদ মন্ডল বলেন, তিন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়ে গ্রাম ছাড়া তাই শুক্রবার এসেছিলাম ঘুরে দেখতে কি অবস্থায় আছে তাদের বাড়িঘর। দেখে যা বুঝলাম তাতে তাণ্ডবলীলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস।
আক্রমণের হাত থেকে রেহাই পায়নি বাড়ির গবাদি পশুরা। বোমার আঘাতে বাড়িতে একটি ছাগল আহত হয়ে পড়ে আছে।খুবই ভয়ঙ্কর অবস্থা। পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের সাথে হাত মিলিয়ে কাজ করছে,আমরা বারংবার পুলিশকে খবর দিয়েছি বীরভূমের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীর আক্রান্ত হচ্ছে আপনারা ব্যবস্থা নিন, কিন্তু পুলিশ আমাদের কথায় কোনো রকম কর্ণপাত করছে না তাই এইভাবে যদি আমাদের কর্মীদের ওপর হামলা চলতে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথ কিন্তু বেছে নেব।

আরও পড়ুনঃ স্থানীয় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

যদিও তৃনমুল কংগ্রেসের তরফে এই হামলার কথা অস্বীকার করে দাবী করা হয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই হামলার ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন ভাবে জড়িত নয়,বলে দাবি করেন পারুইের তৃণমূল নেতা শেখ মুশতাক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here