নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোমবার আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকে শুরু হল বন বান্ধব উৎসব। বনদপ্তরের ব্যবস্থাপনায় আলিপুরদুয়ার ২ ব্লকের লোকনাথপুর হাইস্কুল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে শ্রমিক মেলার সূচনা
জানা গিয়েছে, ১৩ ও ১৪ জানুয়ারি দু’দিন ব্যাপী চলবে এই উৎসব। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং শ্রীবৃদ্ধিতে বনবান্ধব (জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি)-এর বিশেষ ভূমিকাকে গুরুত্ব দিতেই রাজ্যের অন্যান্য জেলার মতো এই জেলাতেও বনবান্ধব উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নবজাতকদের হাতে চারাগাছ বিলি করা হয়। কোচবিহার ও আলিপুরদুয়ার বনবস্তিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন জয়েন্ট ফরেস্ট ম্যানেমেন্ট কমিটি গুলিকে অর্থ প্রদান করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584