তাপস বাপি’র কথায় মুক্তি পেল মহীনের ‘বন পাখি’

0
198

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

bon pakhi | newsfront.co

করোনা সঙ্কটে মন ভালো করা গান নিয়ে শ্রোতার দরবারে হাজির জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘মহীন এখন ও বন্ধুরা’। সম্প্রতি বাংলা ব্যান্ড ক্যাকটাসের প্রাণপুরুষ সিদ্ধার্থ রায় (সিধু)এর হাত ধরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ব্যান্ডের নতুন গান ‘বন পাখি’। সুমন মিকি চ্যাটার্জির সুরে এবং ‘মহীন এখন ও বন্ধুরা’র প্রতিষ্ঠাতা তাপস(বাপি) দাস-এর কণ্ঠে ইতিমধ্যেই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অশ্বমেধের ঘোড়ার যেমন পৃথিবী জয় না করে ঘরে ফেরার জো নেই তেমনই ‘মহীনের ঘোড়াগুলি’র কোনোও ঘোড়াই মাঝপথে হাল ছেড়ে ঘরে ফিরতে পারেননি। তাই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপে মহীনের অন্যতম ঘোড়া তাপস(বাপি) দাসের হাত ধরে তৈরি হয় ‘মহীন এখন ও বন্ধুরা’। ‘বন পাখি’ গানের গীতিকার তথা ‘মহীন এখন ও বন্ধুরা’র প্রাণপুরুষ তাপস বাপি দাসের কথায়, ‘মহীন এখন ও বন্ধুরা’ আজও প্রথম বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’কেই পথিকৃৎ হিসেবে মানে।

bon pakhi song | newsfront.co

আরও পড়ুনঃ ‘গুলদাস্তা’য় বাজবে সৌম্য ঋতের সুর

‘মহীন এখন ও বন্ধুরা’র নতুন গান ‘বন পাখি’র যন্ত্রানুসঙ্গের দায়িত্বে ছিল ‘মহীন এখন ও বন্ধুরা’র। গিটারের দায়িত্বে ছিলেন সুদীপ নাগ। কিবোর্ড এবং বেস গিটারের দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ পাল এবং ভাস্করজ্যোতি সাহা। তাল বাদ্যে ছিলেন নীল রায় চৌধুরী। ইতিমধ্যে বহু সঙ্গীতানুরাগীর মনে জায়গা করে নিয়েছে ‘বন পাখি’। এখনও গানটি না শুনে থাকলে আপনারাও একবার ঘুরে আসতে পারেন ‘মহীন এখন ও বন্ধুরা’র ইউটিউব চ্যানেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here