নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ
এদের কেউ সরকারি চাকুরীজীবী, কেউ বা আইনজীবী। আবার কেউ ব্যবসায়ী, বেসরকারি কোনও প্রতিষ্ঠানের কর্মরত সদস্য। প্রতি বছর কাজের ফাঁকে বেড়িয়ে পড়েন পরিবার-পরিজনদের সাথে।
এবার যদিও পুরো বিপরীত চিত্রই ধরা পড়েছে। এবার আর বেড়াতে যাওয়া হয়নি তাঁদের। পরিবর্তে বুলবুল ঘূর্ণিঝড়ে’ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অভিনব উদ্দ্যোগ নিলেন ‘বন্ধুমহলের’ সদস্যরা। বেড়াতে যাবার টাকা বাঁচিয়ে দুস্থ, দুর্গতদের পাশে দাঁড়ালেন তাঁরা।
চলতি বছরে ঘটে যাওয়া বুলবুল ঘূর্ণিঝড়ের দুঃস্বপ্ন আজও ভুলতে পারছেন না সুন্দরবনবাসী।
রবিবার দিনভর নামখানা ব্লকের শিবরামপুর গ্রামপঞ্চায়েতের গায়েন বাজারে দুর্গত-দুঃস্থদের নিয়ে কাটালেন এই স্বেচ্ছাসেবী দল।
২০০ জন পরিবারের হাতে তুলে দিলেন কম্বল সঙ্গে ত্রিপল। সাথে ৪৫০ জন শিশুর হাতে বস্ত্রও তুলে দেন তাঁরা।
গায়েন বাজারে এ দিন স্বাস্থ্য শিবিরের আয়জন করা হয় । বুলবুল ঘূর্ণিঝড়ের পর জলবাহিত রোগে বেশ কয়েকটি এলাকাই আক্রান্ত হয়। তাই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন।
উপস্থিত ছিলেন বন্ধুমহল সংস্থার কর্মকর্তা মহাদেব বিক্রম, রিঙ্কু মোদক, সুফল ঘাঁটু, প্রিয়ব্রত বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584