পাঠকদের স্বার্থে আয়োজিত বইমেলায় নেই পূর্বের মত জৌলুস

0
66

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

৪০ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা শুরু হল। তবে করোনার থাবা যে নিশ্চিতরূপে এই মেলার জৌলুস হীন করেছে তা বুঝতে বাকি নেই। জেলা গ্রন্থাগার কর্তৃক আয়োজিত এই বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভারতের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখবো এই আঙ্গিকে আয়োজিত এই বইমেলা।

book fair | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

সিদ্দিকুল্লার বক্তব্য, বই ছাড়া এগোনো যায়না। বাঙালিরা বইয়ের সাথে অতোপ্রোতোভাবে জড়িত। মন্ত্রী জানান, এ বছর ৬৫ টি স্টল হয়েছে এবং ৬ দিন ব্যাপি চলবে এই মেলা। এ বছরের নতুন সংযোজন ৪ ধরনের কার্ড করা হবে শিশু, প্রাপ্তবয়স্ক, বয়স্ক, এবং গ্লোবাল কার্ড।

program | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দীর্ঘ টালবাহানার পর বিজেপির মিছিলে দেখা মিলল শোভন-বৈশাখী জুটির

গ্লোবাল কার্ডের ব্যবহারে ভারতের যে কোনো প্রান্তে যে কোনো গ্রন্থাগারে বই পড়ার সুযোগ পাবে পড়ুযারা। সুখবর স্বরূপ মন্ত্রী জানান ভোটের আগে রাজ্যের সমস্ত গ্রন্থাগারে নিয়োগ হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম(এল.আর) রজত নন্দা, কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা সুজাতা ব্যানার্জী, রামকৃষ্ণ মিশনের পরমানন্দ মহারাজজী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here