বুথ দখল বাড়ি পোড়ানোর অভিযোগ কালনায়

0
96

শ্যামল রায়,কালনাঃ
সকাল থেকেই কালনা মহকুমার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে  কংগ্রেস বিজেপি, নির্দল সমর্থিত সিপিএম এর দুষ্কৃতীরা যৌথভাবে হামলা চালিয়েছে তাদের কর্মী-সমর্থকদের উপর।
পূর্ব স্থলী ২ নম্বর ব্লকের সব থেকে বেশি বুথ দখল মারামারি বিরোধীদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। পিলা গ্রাম পঞ্চায়েতের ঘর দত্তপাড়া কালিতলা নতুনগ্রাম শ্রীরামপুর গঙ্গা কিশোর দশটি দখল করে ছাপ্পা ভোট মেরেছে তৃণমূল কংগ্রেস। সিপিএম নেতা তথা স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা আরো অভিযোগ করেছেন যে পূর্বস্থলী 2 নম্বর পঞ্চায়েত ব্যাপক সন্ত্রাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। মুকসিমপাড়া গ্রাম পঞ্চায়েতে দশটি বুথ নিমদহ ৬বুথ কালেকাতলা ১ নম্বর ৯টি বুথ কালেকাতলা ২ নম্বর পঞ্চায়েত এ তিনটি পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের২টি বুথ দখল করে ছাপ্পা ভোট করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি বুথ থেকেই তাদের এজেন্টকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চুপি গ্রামের গুদে সিপিএম কর্মী শুকুর আলীকে ব্যাপক মারধর করে বের করে দেয়া হয়েছে বুথ থেকে।
এছাড়াও বিভিন্ন জায়গায় মহিলারা প্রতিরোধ করাই তাদের উপর আক্রমণ বা হামলা চালিয়েছে তৃণমূল আছিতো দুষ্কৃতীরা। কালেকাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগআঁচড়া গ্রামে স্থানীয় মহিলা প্রতিরোধ করলে এখানে ব্যালট বাক্স পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। পদ্ম বিলে ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। সরডাঙ্গা গ্রামে ও পুড়িয়ে দেয়া হয়েছে ব্যালট বাক্স। নিমদহ গ্রাম পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে তৃণমূল আসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় মহিলারা প্রতিরোধ করলে পরে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন সিপিএম নেতা তথা স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা। তিনি আরো অভিযোগ করেছেন যে বহিরাগতদের একটি বাইক বাহিনী এলাকায় এলে স্থানীয় মানুষরা প্রতিরোধ করে এবং একটি বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা করে এসে বাইক নিয়ে যায় অন্য আসিত দুষ্কৃতীরা‌ এখানে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এককথায় প্রাণহানি না ঘটলেও ব্যাপক দখলের অভিযোগ উঠেছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে।
অন্যদিকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এলাকায় ব্যাপক সন্ত্রাস করেছে শাসকদল এমনটাই অভিযোগ বিরোধীদের। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের৫৩ নম্বর ভুতে ভারতীয় জনতা পার্টির এজেন্ট কেনারাম দাসকে মারধোর করে প্রাণনাশের ভয় দেখিয়ে বের করে দেয়া হয়েছে। বাঘাসন ১১ নম্বর বুথ থেকেও কার্তিক ঘোষ নামে এক এজেন্টকে মারধর করে বের দেয়ার অভিযোগ। ১২ নম্বর বুথ থেকেও বের করে দেয়া হয়েছে তাদের এজেন্টদের। এছাড়াও দেনুর  এলাকায় এবং পিপলন তাদের এজেন্টদের মারধর করে ভয় দেখিয়ে বের করে দেয়া হয়েছে। অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলা সভাপতি সৌগত দে। সৌগত দে অভিযোগ করেছেন যে যখন আমাদের কর্মীসমর্থকরা প্রতিরোধ করেছেন তখনই পুলিশ গ্রেপ্তার করেছেন তখনই পুলিশ গ্রেপ্তার করেছেন মোট ১১ জনকে।
যদিও এরকম বুথ দখল এজেন্টদের মারধর করার কথা অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক। আরো অভিযোগ জোহর সামন্তের বিজেপি সমর্থকের মোটরবাইক জলে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
কালনা ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়ের অভিযোগ যে তাদের এলাকায় আনুখাল এবং কল্যাণপুরে সিপিএম ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে তাদের কর্মী-সমর্থকদের উপর। বিরোধীদের হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন। প্রসঙ্গত উল্লেখ থাকে যে পূর্ব বর্ধমান জেলার একমাত্র এই ব্লগেই প্রত্যেকটি আসনেই লড়াই হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের আসনসংখ্যা ১২৪ টি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৪ টি জেলা পরিষদের দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পঞ্চায়েত প্রার্থী নীলিমা কূপটি পলাশ মন্ডল তীর্থ ঘোষ প্রমূখ জানিয়েছেন যে এই পঞ্চায়েতে উন্নয়নের নিরিখে আমরা ভোটে যুদ্ধ কিন্তু বিরোধীরা শান্তিপ্রিয় এলাকা অশান্ত করতে আমাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে এদিন।
অন্যদিকে কালনা ১ নম্বর ব্লকে  তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থিত নির্দল প্রার্থীরা ব্যাপক হামলা চালিয়েছে কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর। কাঁকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি চঞ্চল সিংহ রায় এর দোকান ভাঙচুর করেছে বিরোধীরা। এছাড়াও পাঁচটি মোটর বাইক ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন তাদের কয়েকজন তৃণমূল কর্মী এর মধ্যে রয়েছেন প্রদীপ রায় পল্লব তফাদার।
এছাড়াও পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েতের সবথেকে শান্তিপ্রিয় ভাবে ভোট হয়েছে। একটি মাত্র ছোটখাটো ঘটনা ছাড়া আর কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে উন্নয়নের কাছে বিরোধীদের কোনো ইস্যু নেই তাই আমাদের প্রার্থীদের জয় নিশ্চিত। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যেবগপুর গ্রাম পঞ্চায়েতে নওপড়া  বুথে তাদের কর্মীদের বের করে দিয়ে ছাপ্পা ভোট হয়েছে। শাহজাদপুর এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির। এছাড়া মহাকুমার আর কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সব পক্ষ থেকেই জানানো হয়েছে। তবে অভিযোগের পর অভিযোগ। পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান পংকজ গঙ্গোপাধ্যায় জেলা পরিষদের সদস্য বিপুল দাস পঞ্চায়েত সমিতির তাপস দে প্রার্থীদের অভিযোগ যে বিরোধীরা শান্তিপূর্ণভাবে ভোট যাতে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন স্থানীয় মানুষজন ব্যাপক প্রতিরোধ করেছে। তবে এই ব্লকে বাড়ি পোড়ানোর বুথ জামের যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন তবে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here