হাতে বর্ণপরিচয় ধারাপাত, সঙ্গে চিকিৎসক নিয়ে শবর গ্রামে অন্য ২১ উদযাপন

0
376

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

bornoporichoy and dharaphar on the hand
নিজস্ব চিত্র

অন‍্য ধারায় পালিত হল মাতৃভাষা দিবস।২১এর সকালে ভাষা ও কবিতার কর্মশালা নিয়ে স্বর আবৃত্তি মেদিনীপুর উপস্থিত ছিল শহর ছাড়িয়ে গ্রামের শবর পরিবারের সাথে,পিরচক পশ্চিম মেদিনীপুরে। ২১ জন শিশুর হাতে পড়াশুনোর সামগ্রী ও বড়দের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

bornoporichoy and dharaphar on the hand
নিজস্ব চিত্র

বর্ণপরিচয়,ধারাপাতের বই,স্লেট,পেনসিল পেয়ে শেফালি নায়েক,কৃষ্ণেন্দু নায়েকরা খুব খুশি।এই শবর গ্রামে নয়টি পরিবার যার পঁয়তাল্লিশ জন সদস্য।এর মধ্যে একুশ জন শিশু। গ্রামটিতে এখনও বিদ্যুৎ নেই। স্হানীয় মৃণাল কোটাল বলে “শিক্ষার আলো পৌছে এখানের মহিলাদের স্ব সহায়ক করলে এরা বেঁচে থাকার আলো খুঁজে পাবে।” এই দিন একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: উদযাপিত হোক ভাষাদিবস সংস্কৃতি রক্ষার প্রতিজ্ঞায়

bornoporichoy and dharaphar on the hand
নিজস্ব চিত্র

ডাক্তার সোমিত্র গুরাই শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন শুভদীপ বসু,দীপক বসু,পলি পাহাড়ি,কুমারেশ দে,কোয়ল চৌধুরী,দেবাশিষ কুইল্যা,কৃষনেন্দু ঘোষ,শিবানি পাল, শুভজিৎ পাত্র,সুরজিৎ সোম ভাস্বতী হান্দোলও অভিজিৎ দত্ত।স্বর আবৃত্তির কর্ণধার শুভদীপ বসুর কথায় “ভাষাদিবসের দিন এই একুশ জন শবর শিশুকে মাতৃভাষার প্রথম পাঠ দিতে পেরে আমরা খুশি।আমাদের স্লোগান আবেগে ও মননে মাতৃভাষা । ”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here