নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
প্রাথমিক বিদ্যালয়ে বোড়ো ভাষায় পঠন পাঠনের দাবি জানাল দুলারাই বোড়ো সমাজ।
আজ আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকে খোয়ারডাঙ্গা তে বোড়ো সমাজের চতুর্থ বার্ষিক কনাফারেন্স অনুষ্ঠিত হয় যেখানে সমগ্ৰ উত্তরবঙ্গ থেকে কয়েক হাজার বোড়ো সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার,আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী,কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারি সহ বিশিষ্টরা।দুলারাই বোড়ো সমাজ কেন্দ্রীয় সভাপতি নবীণ চন্দ্র মণ্ডল জানান যে “আমাদের দাবী প্রাথমিক শিক্ষায় বোড়ো ভাষায় পঠন পাঠন করা এই দাবি আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাছে রেখেছি সংগঠন পক্ষ থেকে।”
এছাড়া সংগঠন থেকে প্রথম থেকে চতুর্থ শ্রেণি ওবধি পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে তা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো।
আরও পড়ুনঃ পুলিশি প্রহরায় ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ধান বিক্রি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584