একাকী বরুণবাবুর অজানা বন্ধু নিয়ে রহস্য ঘনীভূত অনীক দত্তের ছবিতে

0
88

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

 

সত্যজিৎ রায়ের ‘বঙ্কুবাবুর বন্ধু’-র কথা আমরা সকলেই জানি। তবে ‘বরুণবাবুর বন্ধু’-র বিষয়ে কি কেউ কিছু জানেন? এবার তার গল্পটাও জানা যাবে। ভাবছেন কিভাবে? আপনাদের জন্য এই শীতেই একেবারে অন্যরকম স্বাদ নিয়ে আসছে সুরিন্দর ফিল্মস্ প্রযোজিত অনীক দত্ত পরিচালিত ছবি ‘বরুণবাবুর বন্ধু’। রমাপদ চৌধুরী-র লেখা গল্প ‘ছাদ’ অবলম্বনে এই ছবিটি তৈরী করা হয়েছে।

 

pic 1| newsfront.co
প্রকাশিত পোস্টার। চিত্রঃ টুইটার

বরুণ চক্রবর্তী একজন মধ্যবিত্ত বাঙালী, তিনি হলেন সেই পরিবারের মাথা। একা থাকতেই বেশি পছন্দ করেন তিনি। একাকিত্ব পছন্দ করলেও তিনি কিন্তু বিবাহিত। যেহেতু বরুণবাবু পরিবারের বরিষ্ঠ সদস্য তাই তার থেকে দূরে দূরে থাকে পরিবারের বাকি সদস্যরা। তবে হঠাৎই এক স্কুল বন্ধুর সৌজন্যে পরিবারে গুরুত্ব বেড়ে যায় বরুণবাবুর। পরিবারের সকলে তাকে মাথায় করে রাখে। বরুণবাবুর জন্মদিনে ঘন্টাখানেকের জন্য সেই বন্ধু আসবেন বলে কথা দিয়েছেন। হ্যাঁ তাইতো চিঠিতে সেরকমই তো লেখা আছে। কিন্তু বরুণবাবুর এই ছেলেবেলার বন্ধুটি কে? কি নাম তার? সেসব কিছুই জানতে পারে না কেউ। এমনকি বরুণবাবু নিজেও জানেন না যে, তার এই বন্ধুটি কে? নির্দিষ্ট দিনে উপহার হাতে বরুণবাবুর কাছে হাজির পরিবার-পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও। বরুণবাবুর সেই বন্ধুকে সাদরে বরণ করে নিতে প্রস্তুত সকলে। কিন্তু সেই বন্ধুটি কই? বাড়ির বাইরে সংবাদমাধ্যমের গাড়ি। অধীর আগ্রহে বসে রয়েছেন সাংবাদিকরা। বাড়িতেও উত্তেজনা বেড়ে চলেছে। কখন আসবেন তিনি? এমন সময় হুটার লাগানো গাড়িতে আগমন ঘটলো তার। খবর এল তিনি এসেছেন। কিন্তু কে তিনি? আপাতত এই ছবির ট্রেলারে এটুকুই দেখানো হয়েছে। সাসপেন্সে রয়েছে ব্যক্তিত্ব। বরুণবাবুর বন্ধুটি যে আসলে কে সেটা জানা যাবে ২০২০-র ৩রা জানুয়ারী, ছবিটি মুক্তি পাওয়ার পর। ততদিন চরম উত্তেজনা নিয়েই অপেক্ষায় থাকতে হবে আমাদের।

pic 2| newsfront.co
ট্রেলার লঞ্চে। চিত্রঃ টুইটার

আরও পড়ুনঃদিন-দুপুরে ব্যাঙ্কের ঋণ সংগ্রাহকের মাথায় বন্ধুক ঠেকিয়ে ছিনতাই মেদিনীপুর শহরে 

এর আগে অনীক দত্ত বেশ কয়েকটি ছবি করেছেন। যেমন, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’-সহ আরও কিছু ছবি করেছেন তিনি। এই ছবিগুলির কোনোটাতে ভূত অথবা কোনোটাতে কিছু বায়বীয় লোকদের গল্প বলেছিলেন অনীক দত্ত। তবে অনীক দত্ত পরিচালিত ‘বরুণবাবুর বন্ধু’ ঐ ছবিগুলির থেকে একেবারে আলাদা এবং অন্যরকমের একটি ছবি। এই ছবিতে প্রধান চরিত্র বরুণবাবু-র ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কালজয়ী আভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চ্যাটার্জী, শ্রীলেখা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী, অলকানন্দা রায় দেবলীনা দত্ত সহ অন্যান্য তারকারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here