বাস ধাক্কায় আহত কিশোরের পথে মৃত্যু

0
32

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার সাত সকালে জাতীয় সড়কে বাসের ধাক্কায় আহত ১৭ বছরের কিশোরের মৃত্যু হল অবশেষে। পশ্চিম মেদিনীপুরের বেলদা গ্রামীণ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কটকে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সুদীপ জানা নামের ওই কিশোর।

boy dead in bus accident | newsfront.co
মৃত সুদীপ জানা। নিজস্ব চিত্র

পরে তাকে ফিরিয়ে আনা হয় বেলদা থানায়। সেখান থেকে তার মৃতদেহ খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। সুদীপের বাড়ি স্থানীয় খটনগর এলাকার রানীপুরে।

সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজারে রাধেশ্যাম দাসের বাইক মেরামতির দোকানে কাজ করত সুদীপ। সকাল ৮.১৫ নাগাদ বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে ৬০ নম্বর বালেশ্বর-রানীগঞ্জ জাতীয় সড়কে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে উল্টে যায় বেলদা থেকে মোহনপুরগামী একটি বাস।

boy dead in bus accident | newsfront.co
ফাইল চিত্র

ঘটনায় ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। বাসযাত্রীরা জানিয়েছেন ওই রাস্তায় সাঞ্যাপাড়া নামে একটি বাস স্টপেজের কিছু আগেই সাইকেল আরোহী সুদীপ জানাকে ধাক্কা মারে বাস চালক।

আরও পড়ুনঃ বিদ্যুতের টাওয়ারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

যাত্রীরা জানিয়েছেন, ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারার জন্যও দায়ী চালকের অন্যমনস্কতা। এরপর যাত্রী ও কন্ডাক্টর, বাসের হেল্পার চালককে বাস থামাতে বললেও চালক বাস থামায়নি। বাসটি এগিয়ে যেতে থাকে রাস্তা বরাবর এবং বেশ কিছুটা যাওয়ার পর উল্টে যায়।

ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন বাস স্টপেজে অপেক্ষমান যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক উদ্ধার কার্য শুরু করেন তাঁরাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। সুদীপকেও প্রথমে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে তাকে কটকে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়।

বাসটি আটক করেছে পুলিশ। খোঁজ চলছে বাস চালকের ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here