নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অভিরূপ ঘোষের তৃতীয় ছবি ‘ব্রহ্মদৈত্য’। বড়পর্দার জন্য তৈরি হয়েছিল ছবিটি। কিন্তু বাধ সাধল করোনা। এই মুহূর্তে বেশিরভাগ ছবিই দর্শক দরবারে আসছে ওটিটি মারফত।
‘ব্রহ্মদৈত্য’র আগমনও ঘটছে সেই পথ ধরেই৷ সায়ন্তিকা নামের এক সাংবাদিকের জীবনের নানা টানাপোড়েনের গল্প বলে এই ছবি। সায়ন্তিকা ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী এবং হতাশাগ্রস্ত সাংবাদিক। বাবা-মা, বন্ধুদের দ্বারা সে নানাভাবে আঘাতপ্রাপ্ত।
একদিন সায়ন্তিকা তাঁর সিনিয়রের কাছ থেকে বাংলার সুপারন্যাচরাল বা অতিপ্রাকৃত বিষয়ের উপর লেখালেখির দায়িত্ব পায়। উদ্দেশ্য হল, ব্রহ্মদৈত্য, পেতনি, মেছো ভূতদের ঘিরে বাঙালি লোককাহিনি এবং পৌরাণিক কাহিনিগুলি এখনকার অপ্রচলিত অলৌকিক চরিত্রগুলির সঙ্গে সংযুক্ত করা। বাকিটা চমক হিসেবেই থাক। তবে, এটুকু বলায় যায় এটি একটি ‘ডার্ক ফ্যান্টাসি’ বা ‘ডার্ক হরর’ জঁর-এর ছবি।
অভিরূপ এর আগে ‘কে: সিক্রেট আই’ এবং ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ বানিয়েছেন। এবার ‘ব্রহ্মদৈত্য’। ছবিটিতে সাংবাদিক সায়ন্তিকার ভূমিকায় রয়েছেন সায়নী ঘোষ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রুদ্রনীল ঘোষ।
তিনি এবারেও অন্যরকম। সেটা ছবির অনেক বড় একটা চমক। রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌম্য দত্ত, সৌমান বসু, সৌরভ সাহা, দত্তাত্রেয় চ্যাটার্জি এবং মনিকা।
আরও পড়ুনঃ আসছে রাজা চন্দ’র ‘হারানো প্রাপ্তি’
কাহিনি ও পরিচালনা অভিরূপের। সিনেমাটোগ্রাফিতে অঙ্কিত সেনগুপ্ত। সম্পাদনায় জিষ্ণু সেন। সঙ্গীত পরিচালনায় মেঘ ব্যানার্জি৷ ১১ সেপ্টেম্বর হইচই-তে হৈ হৈ করে আসছে ‘ব্রহ্মদৈত্য’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584