পিয়ালী দাস,বীরভূমঃ
গুড় বাতাসা,চড়াম-চড়াম এখন পুরনো। লোকসভা ভোটে নতুন ফর্মুলার কথা গত সেপ্টেম্বরেই ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।স্পষ্ট করে বলে দিয়েছিলেন এ বার উর্বর জমি চাষ করতে পাচনের বাড়ি দেওয়া হবে।লোকসভা এগিয়ে আসতেই জেলার তৃণমূলকর্মীরা বুঝিয়ে দিলেন তাঁরা চলবেন দাদার ফর্মুলাতেই।তাই নানুরের মিলন মেলার মঞ্চে অনুব্রত মণ্ডলকে উপহার দেওয়া হলো কাচের বাক্সে পেতলের জোড়া বলদ, লাঙল এবং পাচন।আর তা পেয়ে যার পর নাই আনন্দিত বীরভূমের কেষ্ট মণ্ডল।
তাঁর কোনও রাখ-ঢাক নেই। যা বলেন একেবারে সামনাসামনি।সে পুলিশের গাড়িতে বোমা মারার কথাই হোক বা চড়াম-চড়াম দাওয়াই দেওয়ার কথা,তিনি বলেন স্পষ্টাস্পষ্টি। মডেল পাচন উপহার পেয়ে বছরের প্রথম সপ্তাহেই অনুব্রত জানিয়ে দিলেন, “কোথাও কোমরে বাড়ি পড়বে। কোথাও পায়ে বাড়ি পড়বে।কোথাও পাছায় বাড়ি পড়বে।সব চলবে মিলেমিশে।কোনও অসুবিধে হবে না।” কিন্তু এটা যে শুধু বীরভূমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাও জানিয়ে দেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি।
অনুব্রত বলেন, “উর্বর জমি ফেলে রাখা যাবে না। তাতে চাষ করতেই হবে।আর সেটা করতে যেমন সুন্দর সুন্দর বলদ লাগবে,জমি ডাগাতে পারে এমন একজন লোক লাগবে,তেমনই খুব জরুরি পাচনের বাড়ি।”
বীরভূম জেলায় বিজেপি-র রথযাত্রার পাল্টা কর্মসূচি নিয়েছিলেন কেষ্টবাবু। বলেছিলেন, “রথযাত্রা বিজেপি-র শেষ যাত্রা।তাই ওই যাত্রার আগে তৃণমূল কর্মীরা খোল-করতাল নিয়ে মিছিল করবে।” যেমন বলা তেমন কাজ। রথযাত্রা আদালতের চৌকাঠে আটকে থাকলেও অনুব্রত খোল-করতাল বিলি করে মিছিলের কাজ সেরে ফেলেছেন।ফের এ দিন জানিয়ে দিলেন, পাচনই হবে লোকসভার মূল দাওয়াই।
অনুব্রতর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “উনি মানসিকভাবে অসুস্থ।তবে উনি আগে চিন্তা করুন ভোটের সময় নিজে ময়দানে থাকবেন, নাকি জেলের ভিতর থাকবেন।তারপর তো পাচনের বাড়ির কথা ভাবা যাবে।”
সাংবাদিকদের সামনে অনুব্রতবাবু বলেন, “জমি চাষ করতে গেলে পাঁচনের বাড়ি দরকার।” হাসিমুখে বলেন, “পশ্চিমবঙ্গজুড়ে একই ফরমুলা চলবে।যেখানে উর্বর জমি থাকবে সেখানেই চাষ করতে হবে। পাঁচনের বাড়ি তো দরকার। কোনও জায়গায় কোমরে বাড়ি পড়বে, কোনও জায়গায় পায়ে বাড়ি পড়বে।এভাবে মিলেমিশে চলবে। বাড়ি তো পড়বেই, নাহলে জমি চাষ হবে কী ভাবে ?”
আরও পড়ুনঃ বারো বছর পর শশ্মান কালীপূজায় সেজে উঠলো পারুলদা গ্রাম
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584