নিজস্ব সংবাদদাতা,মালদহঃট্রেন সবে স্টেশনে দাঁড়িয়েছে। আচমকা এক দুষ্কৃতী এসে এক যুবতির হাত থেকে মোবাইল, ব্যাগ নিয়ে চম্পট দিল। ভয় না পেয়ে ওই যুবতি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ছিনতাইকারীর পিছু নিলেন। তবে তাকে ধরতে পারেননি। গতরাতে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মালদা রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৈত্রেয়ী ঝা নামে ওই যুবতির বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।মালদা শহরের কানির মোড় এলাকার বাসিন্দা মৈত্রেয়ী ঝা।
কলকাতার যোগমায়া দেবী কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। তাঁর বাবা তুষারকান্তি ঝা ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলের প্রধান শিক্ষক। মা জয়শ্রী ঝা গৃহবধূ। তুষারবাবু ও জয়শ্রীদেবী গতকাল মেয়েকে নিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের ডি-৩ সংরক্ষিত কামরার যাত্রী ছিলেন। রাত পৌনে ১১টা নাগাদ ট্রেন খালতিপুর স্টেশনে পৌঁছয়। স্টেশনে ট্রেন দাঁড়াতেই এক দুষ্কৃতী ওই কামরায় হানা দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584