প্রবল বৃষ্টিতে ভেঙে পড়লো সুইসগেট

0
184

ইটাহার,উত্তর দিনাজপুরঃ

শনিবার বৃষ্টির কারনে জলের তোড়ে ভেঙ্গে পরলো কৃষি জল সম্পদ দপ্তরের সুইস গেট। ঘটনাটি ঘটে  উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ঘেরা গ্রাম এলাকায়। জানা গিয়েছে ঘেরা গ্রাম এলাকায় ক্যানেলের উপর থাকা সরকারি সুইসগেটটি জল ধারণ করে রাখে। ফলে এলাকার কৃষকরা ক্যনেলের জলাশয় থেকে জল নিয়ে কৃষি কাজে ব্যবহার করেন। কিন্তু শুক্রবার রাতে  থেকে প্রবল বৃষ্টি হলে মাঠে ঘাটের জল নামতে থাকে ক্যানেলে। এর ফলে ধসে পড়ে ক্যানেলের প্রাচীর।

নিজস্ব চিত্র

এই বিষয়ে এলাকার বাসিন্দা জয়নাল আলম বলেন, শুক্রবার থেকে রাতে প্রবল বৃষ্টির কারনে আসে পাশের মাঠের জল নামতে থাকে ক্যানেলে। ফলে জলের চাপে শনিবার সুইসগেটটি ভেঙে যায়। ফলে গেটের উপর দিয়ে জল যাওয়ার ফলে মাঠের কৃষি জমি খতির মুখে পরেছে।

নিজস্ব চিত্র

অনেক ফসল জলের নিচে চলে গেছে।এদিন সকাল হতেই সুইজ গেট ভাঙ্গার কথা শুনে আসে পাশের লোকজন সুইসগেটে এসে ভিড় জমাতে থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here