মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাটাবাড়ি বাজারে। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় নেতৃত্বরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় ৩৪ বছর ধরে বামেরা ওই পার্টি অফিসে বসেন। ২০১১ সালে রাজ্যের পালা বদলের পর তৃনমূল ওই পার্টি অফিস দখল করে নেয়।
কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই নাটাবাড়ি বিধানসভা এলাকায় দাপট বেড়েছে বিজেপির। লোকসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর খাস তালুতে ব্যাপক ভোটে লিড দেয় বিজেপি।
আরও পড়ুনঃ পিংলার বিজেপি কার্যালয় ভাঙচুর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তারপর তৃনমূল কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর কর্মীদের মনোবল বাড়াতে নাটিবাড়ি বিধানসভায় ‘দিদিকে বলো’ কর্মসূচী নিয়ে সাধারন মানুষের সাথে জনসংযোগ করতে শুরু করেছেন।
শুক্রবার দিনের বেলায় জনসংযোগ বাড়াতেই ওই বিধানসভার চিলাখানা এলাকায় একটি জনসংযোগ কর্মসূচি পালন করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তারপরে এই কার্যালয় ভাঙচুর।
তৃনমূলের অভিযোগ, শুক্রবার রাতে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী নাটাবাড়ি বাজার সংলগ্ন তৃনমূল কংগ্রেসেরে দলীয় কার্যালয়টিতে ভাঙচুর চালায়। শুধু তাই নয় সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
ওই ঘটনার খবর পুলিশকে জানান হলে রাতেই ঘটনাস্থলে থেকে এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা পুষ্পেন সরকার। তিনি বলেন, ‘রাতে কে বা কারা ওই কার্যালয় ভাঙচুর করেছে জানা নেই। ওই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই।
তৃনমূল কংগ্রেস এখানে বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তৃনমুলের কথায় উল্টে আমাদের এক কর্মীকে আটক করেছে পুলিশ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584