নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় ডাইভারশন ব্রিজ ভেঙে যাওয়ায় ঘটলো বিপত্তি। বন্ধ হল সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ডাইভারশন ব্রিজটি ভেঙে যায়।

এরপর থেকেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজে নামেন নির্মাণকারী সংস্থা। অপরদিকে লম্বা লাইন পড়ে যায় গাড়ির। এই বিষয়ে নির্মাণকারী সংস্থার সেফটি ইঞ্জিনিয়ার বাপি বিশ্বাস বলেন যে, “গতকাল রাতে অতি বৃষ্টির কারণে ডাইভারশনটি ভেঙে যায়। এবং আমরা রাত থেকে মেরামতির কাজ শুরু করেছি।”

আরও পড়ুনঃ পথ অবরোধ করে বিজেপির বিক্ষোভ রায়গঞ্জে
এর পাশাপাশি তিনি আরও বলেন যে “এখন এই ডাইভারশন দিয়ে বড় গাড়ি চলাচল করবে না। কিন্তু ছোট গাড়ি চলাচল করবে এবং বড় গাড়িগুলিকে এখন বাগডোগরা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ইসলামপুর থেকে যেসব গাড়ি আসছে সেই সমস্ত গাড়ি ঘোষপুকুর থেকে ফুলবাড়ি হয়ে আসবে।”
তবে এই ডাইভারশন দিয়ে বড় গাড়ি চলাচল করতে দুদিন সময় লাগবে বলে জানা যায়। অপরদিকে এই ডাইভারশন ভেঙে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াত করা নিত্য যাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584