নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
টানা বৃষ্টিতে ভেঙে গেল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসী নদীর উপর তৈরি কংক্রিটের ব্রিজ। এই ঘটনায় ব্যাপক সমস্যায় পড়েছেন প্রায় কয়েক হাজার মানুষ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মলিন সিংহ বলেন যে “আমাদের এই এলাকায় প্রায় তিনটি গ্রাম রয়েছে এবং ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। এই বিষয়ে আমরা বহুবার গ্রাম পঞ্চায়েতে বলেছি কিন্তু কোন রকম সুরাহা হয়নি। এই ব্রিজ ভেঙে পড়ায় এখন আমাদের গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।”
স্থানীয় বাসিন্দা রঞ্জন রায় বলেন যে “এই ব্রিজটি একমাত্র ভরসা ছিল যাতায়াতের। কিন্তু এখন ভেঙে যাওয়ায় আমরা অনেক সমস্যায় পড়েছি। কারণ আমাদের এলাকার বর্তমানে ছয়জন মহিলা অন্তঃসত্ত্বা রয়েছেন। তাদের প্রসবের এক সপ্তাহ বাকি আছে। তাদের হাসপাতালে কিভাবে নিয়ে যাওয়া হবে সেটাই ভেবে পাচ্ছিনা। আর আমাদের বাজার হাট সব কিছু নিয়ে যেতে হয় এই ব্রিজের উপর দিয়ে। কিন্তু এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছি।”
আরও পড়ুনঃ ফের বাড়ল ডিজেলের দাম
অপরদিকে হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, দেওয়ান লিম্বু বলেন, এই বিষয়ে আমরা উপর মহলে জানিয়েছি। এবং আপাতত এখন বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে স্থানীয়দের সুবিধার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584